।। প্রথম কলকাতা ।।
Vastu Tips: বাড়িতে কিছু একটা অশুভ শক্তি টের পাচ্ছেন? বজরংবলীর ছবি রাখলেই মিলবে সুরাহা। অশুভ শক্তি তো দূর হবেই সেই সাথে সংসারে ফিরবে সুখ সমৃদ্ধি। তবে হনুমানজির মূর্তি প্রতিষ্ঠা নিয়ে রয়েছে একাধিক বিধি। হনুমানজিকে কোন দিকে প্রতিষ্ঠা করা উচিত জানেন? কীভাবেই বা স্থাপন করবেন বজরঙ্গবলীর মূর্তি? পুজোই বা করবেন কীভাবে?
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, একাগ্র চিত্তে হনুমানজিকে স্মরণ করলে জীবনের সব বাধা দূর হয়। বিশেষ করে মঙ্গলবার এবং শনিবার দিনটি বজরংবলীর পুজোর জন্য অত্যন্ত শুভ বলে মানেন হিন্দুরা। যে কারণে অনেকেই এইদিন গুলিতে বাড়িতেও হনুমানজির পুজো করে থাকেন। বজরংবলীর কৃপায় ঘরে সুখ শান্তি তো বজায় থাকেই সেই সাথে শনিদোষ, ভূত, পিশাচের ভয়টাও থাকেনা।
তবে জানেন কি বাড়িতে হনুমানজির মূর্তি রাখারও বেশকিছু নিয়ম রয়েছে। আপনি যেখানে সেখানে হনুমানজির ছবি বা মূর্তি রাখতে পারেন না। কারণ ভুল জায়গায় রাখলে তা সংসারে শান্তি আনার পরিবর্তে অমঙ্গল ডেকে আনে। সেই সাথে জানতে হয় যে কোন ধরনের হনুমান মূর্তির পুজো করা উচিত। বজরঙ্গবলী মূর্তি স্থাপন করার পদ্ধতিটাই বা কী? কীভাবেই বা পুজো করতে হয়? সংসারে সুখ স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনতে এই সবটাই জেনে রাখতে হবে আপনাকে।
প্রথমেই বলি বজরংবলীকে ঘিরে একাধিক বাস্তুটিপস রয়েছে। তাঁর পুজো নিয়েও রয়েছে একাধিক বিধি। সঠিকভাবে সেই বিধি মেনে পুজো করলে তবেই পাওয়া যায় হনুমানজির আশীর্বাদ। তারমধ্যে সবার আগে জানা দরকার যে, কোনদিকে বজরংবলীর মূর্তি বা ছবি রাখলে ভালো ফল দেবে।
শাস্ত্র বলছে, বাড়ির দক্ষিণ দিকে যদি হনুমানজির বসা অবস্থায় মূর্তি বা ছবি রাখা হয় তাহলে তা শুভ হয়। এছাড়াও খেয়াল রাখতে হবে যে, মূর্তি বা ছবিটির মুখ যেন থাকে সর্বদা উত্তরের দিকে।
এখন প্রশ্ন হল, কোথায় হনুমানজির ছবি বা মূর্তি রাখবেন না। শাস্ত্র বলছে, বেডরুমে কখনোই হনুমানজির ছবি বা মূর্তি রাখা উচিত নয়। এতে বাস্তু দোষ ক্রমশ বাড়ে বই কমেনা। এছাড়াও বাস্তুশাস্ত্রের পরামর্শ অনুযায়ী, রান্নাঘরে, সিঁড়ির নিচে হনুমানজির ছবি একেবারেই রাখবেন না। এতে ঘরে অশান্তি প্রবেশ করে। একই সাথে মাথায় রাখবেন যে জায়গায় হনুমানজিকে রাখা হয়েছে সেই জায়গা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়।
তবে বাড়ির প্রবেশদ্বারে পঞ্চমুখী হনুমানের ছবি লাগাতেই পারেন। গুরুজনদের বিশ্বাস, এতে ভূত-প্রেত ঘরে ঢুকতে পারেনা। বাড়ি থেকে দূর হয় সমস্ত নেগেটিভ এনার্জি। তবে বজরংবলীর মকরি বধের ছবি একটু এড়িয়েই চলুন। বাড়িতে এই ছবি থাকলে অশুভ শক্তি প্রবেশ করে বলে মত শাস্ত্রজ্ঞানীদের। এছাড়াও হনুমানজির লঙ্কা দহনের ছবি নিয়েও রয়েছে একাধিক নিষেধাজ্ঞা। তবে হনুমানজি শ্রীরামের ভজন করছেন এমন মূর্তি বাড়িতে রাখা শুভ। এছাড়াও রাখতে পারেন হনুমানজির ধ্যান রত মূর্তি।
এখন প্রশ্ন হল প্রতি মঙ্গল এবং শনিবার ঠিক কীভাবে হনুমানজির পুজো করবেন? মঙ্গল বা শনিবার স্নান সেরে শুদ্ধ হয়ে পুজোয় বসতে হবে। শুদ্ধবস্ত্রে একটি চৌকির উপর একটি লাল কাপড় পাতবেন। এরপর সেই আসনের উপর রাখুন পঞ্চমুখী হনুমানজির মূর্তি। নজরে রাখবেন হনুমানজির মুখ যেন উত্তর দিকে থাকে। নৈবেদ্যের থালায় রাখুন লাড্ডু, ধুপ, ফুল, ইত্যাদি। এরপর একমনে হনুমান চল্লিশা পাঠ করুন। দেখবেন বজরংবলীর কৃপা বজায় থাকবে আপনার পরিবারের উপর।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম