।। প্রথম কলকাতা ।।
Gardening Tips : ছাদে কিংবা বারান্দায় স্বপ্নের বাগান (Garden) তৈরি করার শখ অনেকেরই। কিন্তু ছোট্ট পরিসরে সুন্দর বাগান করার পরিকল্পনায় সামান্য খুঁত থাকলেই ক্ষতি। টব (Tub) বাছা থেকে মাটি তৈরি, প্রত্যেকটি বিষয়ের দিকে বিশেষ ভাবে খেয়াল রাখতে হয়। অনেকে প্লাস্টিকের টব বেছে নেন। অনেকে আবার মাটির টবে গাছ বসান। বাজারে আপনি বিভিন্ন ধরনের টব পাবেন। তবে কোন টবে গাছ ভালো হয় কিংবা কোন গাছের জন্য কোন টব উপযুক্ত তা জানা অত্যন্ত দরকার। বিভিন্ন ধরনের টবের নানান সুবিধা যেমন আছে, আবার অসুবিধাও রয়েছে।
(১) বাজারে সব থেকে দামি টব হল, মেটাল টব কিংবা সিমেন্টের টব। এই টব গুলি আকৃতিতে বেশ বড় হয়। সাধারণত এই টবে বড় গাছ লাগানো হয়। এটি রেডিমেড কিনতে পাওয়া যায় না। আপনার প্রয়োজন অনুযায়ী অর্ডার দিয়ে বানিয়ে নিতে হয়। এগুলি ওজনে অত্যন্ত ভারী হয়, যা এই টবের একটি খারাপ গুণ। অপরদিকে মেটালের তৈরি টব জল পেলে জং ধরে নষ্ট হয়ে যায়। সিমেন্টের বা মেটালের টব একটু এড়িয়ে চলাই ভালো। এগুলি এত ভারী হয় যা বারান্দায় বা ছাদে রাখা উচিত নয়।
(২) ইদানিং বাজারে ফাইবার-সিমেন্টের টব পাওয়া যাচ্ছে। এগুলি আকারে বড়ো, কিন্তু সিমেন্টের টবের তুলনায় ওজনে হাল্কা এবং বেশ মজবুত। আপনার যদি মনে হয় একটু বড় টবের প্রয়োজন তাহলে আপনি এই ফাইবার-সিমেন্টের টব বেছে নিতে পারেন।
(৩) মাটির টবের বিকল্প হিসেবে সবার আগে মানুষ বেছে নেন প্লাস্টিকের টবকে। এছাড়াও বারান্দার গ্রিলে বা খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা যায়। বাহারি রঙের নানান ডিজাইনের এই টব গুলি বেশ আকর্ষণীয়। এগুলি ওজনের হালকা, দামেও কম এবং সব সময় জল দেওয়ার ঝামেলা থাকে না। তবে একটাই সমস্যা, যেহেতু এই টবের গায়ে কোন ছিদ্র থাকে না তাই গাছ যথাযথভাবে অক্সিজেন পায় না। এমনকি গাছের গোড়ায় জল জমার সম্ভাবনা তৈরি হয়। এর ফলে গাছ মরে যেতে পারে।
(৪) গাছ চাষের সব থেকে উপযুক্ত টব হল পোড়ামাটির টব। এতে অসংখ্য ছিদ্র থাকে। যার ফলে গাছ যথাযথভাবে অক্সিজেন পায়. যদিও এটি ওজনে ভারী এবং সহজে শ্যাওলা পড়ে। ভালো ভাবে পরিষ্কার না রাখলে খুব দ্রুত নোংরা হয়ে যায়। আপনি চাইলে টবের গায়ে ভাল করে রং করে নিতে পারেন। মাটির টবের আরেকটি সমস্যা হল, ঘন ঘন গাছের জল দিতে হয়। না হলে দ্রুত জল শুকিয়ে গাছ মারা যেতে পারে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম