।। প্রথম কলকাতা ।।
Pre Wedding Photoshoot: বিয়ের মরশুম শুরু হয়ে গেছে শীত পড়তেই। একের পর এক বিয়ের ডেট। আর সোশ্যাল মিডিয়ার যুগে দিতেই হবে একের পর এক ঝা চকচকে ছবি। না হলে কি আর মান রক্ষা হবে! কী ভাবছেন! প্রি-ওয়েডিং শুট এবার করেই ফেলবেন! কিন্তু কেমন পোশাক বাছবেন, কিভাবে সাজগোজ করবেন সেই নিয়ে কনফিউজড? চলুন তাহলে আপনাকে কয়েকটা টিপস দিই, এগুলো ফলো করলে আপনার লুক একদম দেখার মতোই হবে।
বিয়ে মানেই এখন মেগা ইভেন্ট। বিয়ের অন্তত একবছর আগে থেকে শুরু হয়ে যায় প্ল্যানিং। অনুষ্ঠান বাড়ি, ফটোগ্রাফার, ক্যাটারার এসব আগে থেকে বুক করে না রাখলে শেষ মুহূর্তে পছন্দসই কিছু খুঁজে পাওয়া মুশকিল। যত অনুষ্ঠান, তত সাজগোজ। প্রতিটি অনুষ্ঠানের থিম আলাদা, পোশাকও আলাদা থাকে। শাড়ির সঙ্গে ব্লাউজ বানাতে দেওয়া, পছন্দমতো গয়না, জুতো কেনা এসব করতেই অনেকটা সময় চলে যায়। তাঁর মধ্যে এখন আবার প্রি-ওয়েডিং শুট। আর তাঁর জন্যেও পোশাক বাছাই একটা বড় ব্যাপার। কেমন পোশাক আপনাকে মানাবে? দিনের বেলা বা গোধূলি বেলায় ফটোশুট হলে জামা-কাপড়ের রঙ বাছাই হবে একেবারে আলাদা। তা ছাড়া আলো এবং গায়ের রঙ বুঝে জামা-কাপড় বাছাই গুরুত্বপূর্ণ।
শাড়িতেই কিন্তু সবচেয়ে ভাল মানাবে যে শাড়িতে আপনি নিজে স্বচ্ছন্দ্য তেমনই কিছু বাছুন। সবচেয়ে ভাল সিল্ক এবং হ্যান্ডলুম। খুব ছিমছাম সাজুন। চোখে কাজল, কানে দুল ব্যাস। ইচ্ছে হলে মাথায় ফুল লাগাতে পারেন। ছেলেরা পাঞ্জাবি পরতে পারেন। সুতি কিংবা সিল্ক। সঙ্গে জহর কোটের প্রয়োজন নেই।
আপনারা ঠিক যেরকম সেরকমই পোশাক পরুন। সব সময় সব ছবি যে পারফেক্ট হতেই হবে এমন নয়। তাই জিন্স টিশার্ট কিংবা শর্টসে নিজেদের মতো করে সাজিয়ে নিন। কফি খেতে খেতে আড্ডা কিংবা খোলা মাঠের হাওয়ায় ভাসিয়ে দিন নিজেদের। খোলা চুলে সানগ্লাসই কাফি। আর কোনও মেকআপ লাগবে না।
শীতের দিনে বাহারি জ্যাকেটেও কিন্তু দারুণ ফ্যাশন করা যায়। যদি পাহাড়ে ফটোশ্যুট করেন তাহলে আরও ভাল। জ্যাকেট টুপিতে ফ্যাশন করুন। চাইলে পরতে পারেন লং বুট। এতে দেখতে লাগবে স্মার্ট। যে পোশাক পরে আপনি নিজে আরাম পাবেন সেই পোশাকে কিন্তু ছবিও ভাল ওঠে।
ভাঁড়ের চা আর এগরোলে অনেক তো প্রেম হল। এবার না হয় মোমবাতির নরম আলোয় খোলা আকাশের নীচে বিশেষ কোনও মুহূর্ত থাক। আর তাই এদিনের জন্য বেছে নিন পছন্দের কোনও ড্রেস। যে পোশাকে আপনারা নিজেদের রোম্যান্টিক ছবি তৈরি করতে চান। বিয়ের দিন আপনারাই নায়ক নায়িকা। অনেকেই আবার নিজেদের ছবি দিয়ে আজকাল কার্ড বানান। প্রি-ওয়েডিং ফটোশ্যুট তো একবারই হবে। আর তাই মনের মতন ছবি তুলতে ভুলবেন না যেন। পছন্দের নায়ক নায়িকাদের মত পোশাক পরে দাঁড়িয়ে পড়ুন সর্ষে খেতের মাঝে। কালেকশনে সব রকম ছবি চাই তো নাকি!
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম