।। প্রথম কলকাতা ।।
Monsoon Hair Care Tips: বর্ষায় ভিজে চুপচুপে হয়ে বাড়ি ফিরছেন? আপনার সাধের চুলের মারাত্মক ক্ষতি করে ফেলছেন না তো? বর্ষার জলে কী থাকে জানেন? জানলে বৃষ্টিতে ভেজার ইচ্ছাটাই চলে যাবে। চুলের দফারফা করতে দু ফোঁটা বৃষ্টির জলই যথেষ্ট। কিন্তু বৃষ্টিতে ভিজে গেলে তখন কী করবেন ? কীভাবে বাঁচাবেন আপনার চুলকে? হাতের কাছেই রয়েছে সমস্যার সমাধান। বাড়ি থেকে বেরোনোর আগে ছাতা বা হুড দেওয়া রেনকোট ব্যাগে নিয়ে নিন। অনেকেই আবার ইচ্ছে করে বৃষ্টিতে ভিজতে যান। আপনার কি লম্বা চুল? তাহলে একটু বুঝেশুনে বৃষ্টির জল মাথায় লাগান। আচ্ছা একান্তই যদি বৃষ্টির জল মাথায় পড়ে তখন কী করবেন?
কখনও মুষলধারে বৃষ্টি কিংবা কখনও ইলশেগুঁড়িতে বারোটা বাজছে। আপনার চুলের
বারবার ভিজে গেলে উসকোখুসকো হয়ে যায়। চুল
বেশিক্ষণ আপনার চুল রুক্ষ শুষ্ক নিষ্প্রাণ হয়ে যেতে পারে। চুল ঝরার সমস্যা আরো বাড়বে। তার উপর রয়েছে খুশকির সমস্যা। বৃষ্টির জল চুলে পড়লে জেল্লা কমে যায়। আসলে বৃষ্টির জলে প্রচুর পরিমাণে অ্যাসিডিক উপাদান রয়েছে। বৃষ্টির জলে মিশে থাকে সোডিয়াম ক্লোরাইড, কার্বন, সালফার, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড বলছেন বিশেষজ্ঞরা। সেই সঙ্গে ধুলো-বালি, দূষণ এসবও থাকে। তাই বৃষ্টিতে ভিজলে বাড়ি ফিরে ভালোভাবে শ্যাম্পু করে কন্ডিশনার লাগিয়ে নিন। কিন্তু তাড়াহুড়ো করলেই মুশকিল। বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরেই স্নান করতে যাবেন না।
বৃষ্টিতে চুল ভিজে গেলে একটা তোয়ালে মাথায় ভালোভাবে জড়িয়ে নিন। তোয়ালে জল শুষে নিলে তারপরে স্নান করুন। কিন্তু কখনোই বৃষ্টিতে ভেজা চুল শুকোতে হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না।বিশেষজ্ঞরা বলছেন শ্যাম্পু তো অবশ্যই করবেন কিন্তু অতিরিক্ত কন্ডিশনার ব্যবহার করার দরকার নেই। খেয়াল রাখবেন, চুলে যেন বৃষ্টির জলের কোন নোংরা না থাকে। বিশেষ করে বর্ষার মরশুমে চুল অতিরিক্ত রুক্ষ হয়ে যায়। তাই সপ্তাহে অন্তত দুবার ভালোভাবে শ্যাম্পু করা উচিত গরম জল নয়, ঠান্ডা জল ব্যবহার করুন। গরম জল চুলের গোড়া দুর্বল করে দেয়। যার ফলে আরো বেশি পরিমাণে চুল ঝরে পড়ে। বর্ষায় আপনাকে চুলের যত্ন নিতে গেলে কিছু বিষয় নজর রাখতে হবে। সংবাদমাধ্যমে এমনই তথ্য দাবি করছেন বিশেষজ্ঞরা।
মরশুমের এই সময়টায় চুল বেশি বাঁধলে ভিতরে আর্দ্রতা জমে থাকে চুল ন্যাতানো দেখায়। চুল মুখে পড়লে একটা টপ নট বা একটা আলগা বিনুনিই যথেষ্ট। একটানা অনেকক্ষণ চুল বেঁধে রাখবেন না মোটা দাঁড়ার চিরুনি দিয়ে ভালো করে চুল আঁচড়ান। বাড়িতে থাকলে সপ্তাহে দুদিন হট অয়েল ম্যাসাজ করুন। এতে চুল গোড়া থেকে মজবুত থাকে। চুলের স্বাস্থ্য ভাল থাকে। সেই সঙ্গে চুল পড়ে যাওয়ার সমস্যাও কমে। তেল লাগিয়ে সারারাত রেখে দিন। পরদিন সকালে ভাল করে শ্যাম্পু করে নিন।বর্ষায় ইচ্ছায় হোক কিংবা অনিচ্ছায়, মাথাতে বৃষ্টির জল পড়তেই পারে কিন্তু বিষয়টি অবহেলা করলে চলবে না।বেশিক্ষণ ভেজা অবস্থায় থাকলে সর্দি কাশি জ্বরের সঙ্গে চুলের দফারফা হয়ে যেতে পারে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম