।। প্রথম কলকাতা ।।
Lakshmir Bhandar Scheme: উত্তরবঙ্গ সফরে গিয়ে আলিপুরদুয়ারে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের লক্ষ লক্ষ মহিলা ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের অধীনে প্রতিমাসে টাকা পেয়ে থাকেন। জেনারেল ক্যাটাগরির মহিলারা প্রতিমাসে ৫০০ ও এসসি, এসটি সম্প্রদায়ের মহিলারা পেয়ে থাকেন হাজার টাকা। তবে এই জনমুখী প্রকল্প নিয়ে অনেকের মনেই প্রশ্ন ছিল, বয়সীমা কত, পরিবারে একের অধিক মহিলারা এই প্রকল্পের আওতায় আসতে পারেন কিনা? সব প্রশ্নের এদিন উত্তর দিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানিয়ে দেন, ‘‘বন্ধ হবে না লক্ষ্মীর ভাণ্ডার। ৬০ বছর বয়স হয়ে গেলে অল্ডেজ পেনশন হিসাবে পেয়ে যাবেন।’’ শুধু তাই নয় এদিন তিনি জানান, লক্ষীর ভাণ্ডারের জন্য আবেদন করার জন্য আর দুয়ারে সরকার শিবির হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে না। রাজ্য প্রশাসন ব্যবস্থা করেছে যাতে সারা বছরই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করা যায়। মহিলাদের মধ্যে কোনও সন্দেহ দানা না বাঁধে সেজন্য মুখ্যমন্ত্রী আগেই মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন যে, একই পরিবারের একাধিক মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। সরকারি বিধি অনুযায়ী কোনও পরিবারে যদি একজন, পাঁচজন, সাতজন মহিলা থাকেন তাহলে সবাই পাবেন। সকলেই এই প্রকল্পের আওতাতে আসবেন।
উল্লেখ্য, সূত্রের খবর, লক্ষ্মীর ভাণ্ডারে সুবিধাভোগীর সংখ্যা দ্রুতই ২ কোটির গণ্ডি পেরিয়ে যেতে চলেছে। যা নিঃসন্দেহে একটি মাইলস্টোন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম