।। প্রথম কলকাতা।।
Madhyamik English Paper Leak : রাজ্যে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে ২৩ ফেব্রুয়ারি থেকে । গতকাল ২৪ ফেব্রুয়ারি ছিল ইংরেজি পরীক্ষা ( English Exam) । তবে পরীক্ষা শুরু হওয়ার কিছু সময়ের মধ্যেই বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার চাঞ্চল্যকর তথ্য সামনে আনেন । তিনি ট্যুইটে মাধ্যমিকের ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্রের ( Question Paper) তিনটি পাতার ছবি দেন। লেখেন, এই প্রশ্নগুলি নাকি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। প্রশ্নপত্র ফাঁস ( Leaked) হয়েছে কিনা তা কিছু সময়ের মধ্যেই জানা যাবে, এমনটাও বলেন বিজেপির রাজ্য সভাপতি। এরপরই বড় আপডেট দিল পর্ষদ ( Board)।
শনিবার পর্ষদের তরফ থেকে একটি প্রেস বিবৃতি জারি করা হয় । সেখানে পর্ষদের অ্যাড হোক কমিটির সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, মাধ্যমিকের ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্রে ১৬ টি পাতা ছিল । তার মধ্যে তিনটি পাতার ছবি প্রকাশ্যে আসে। কোথা থেকে এই ছবি ভাইরাল হয়েছিল, কারা এর নেপথ্যে রয়েছে তা নির্ধারণ করার জন্য বর্তমানে সাইবার অপরাধ তদন্তকারীরা কাজ করছে বলে জানিয়েছেন তিনি । মাত্র ১২ ঘন্টার মধ্যে প্রশ্নপত্র ফাঁসের সম্পূর্ণ বিষয়টি পর্ষদের তরফ থেকে খোলসা করা হবে, এমনটাই আশ্বাস দেওয়া হয়েছে।
গতকাল মাধ্যমিকের ( Madhyamik) ইংরেজি পরীক্ষা শুরু হয় বারোটা নাগাদ । আর তারপর ওই ইংরেজি প্রশ্নপত্রের তিনটি পাতার ছবি প্রকাশ্যে আসে। দুপুর ১.৪২ মিনিট নাগাদ সুকান্ত মজুমদার সেই ছবিগুলি নিয়ে ট্যুইট করেন। শুধুমাত্র বিজেপির তরফ থেকে নয়, এসএফআইয়ের নেতা সৃজন ভট্টাচার্যও সেই একই প্রশ্ন তোলেন । পর্ষদের কাছে জবাব চান তিনি। এই প্রসঙ্গে গতকাল পর্ষদের তরফ থেকে কোন প্রতিক্রিয়া না দেওয়া হলেও আজ প্রেস বিবৃতি জারি করা হয়। মাধ্যমিক পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় তার জন্য এবার প্রথম রাজ্যের পর্ষদ সভাপতি খোদ পরীক্ষা কেন্দ্রে গিয়ে উপস্থিত হয়েছিলেন, কথা বলেছিলেন পরীক্ষকদের সঙ্গে।
পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখার জন্য সব রকম ব্যবস্থা গ্রহণ করেছে পর্ষদ । একগুচ্ছ নির্দেশিকা দেওয়া হয়েছে পরীক্ষার্থী এবং পরীক্ষকদের উদ্দেশ্যে । তারপরও কীভাবে ইংরেজির প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় পৌঁছে গেল তাতে প্রশ্ন থেকেই যাচ্ছে । খুব শীঘ্রই আসল সত্যি সামনে আসবে বলেই মনে করছে মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম