।। প্রথম কলকাতা ।।
Shahrukh Khan: আচমকাই গুরুতর অসুস্থ শাহরুখ খান। তড়িঘড়ি ভর্তি করা হয়েছে হাসপাতালে। বুধবার দুপুর ১টা নাগাদ তাকে ভর্তি করা হয় হাসপাতালে। হঠাৎ কী হল শাহরুখের? বলিউড থেকে আসছে বড় খবর। এখন কেমন রয়েছেন বলিউডের বাদশা? চরম উদ্বিগ্ন ভক্তমহল।
কলকাতা-হায়দরাবাদের ম্যাচের কারণে গত দুইদিন ধরেই আহমেদাবাদে রয়েছেন শাহরুখ খান। ‘ট্র্যাভিষেক’দের একপ্রকার দুরমুশ করেই ফাইনালের রাস্তা খুঁজে নিয়েছে নাইট ব্রিগেড। দলের এই সাফল্যে কার্যত খুশির সীমা ছিলনা শাহরুখের মনে। আর তার মাঝেই এল দুঃসংবাদ। উৎসবের মরশুমে হঠাৎ গুরুতর অসুস্থ পড়লেন শাহরুখ খান। শরীরের অবস্থা এতটাই খারাপ যে, হাসপাতালে ভর্তি অবধি করতে হয়েছে তাকে। দেওয়া হয়েছে স্যালাইন। শাহরুখের পিআর টিম এখনও কিছু না জানালেও খবর আসছে, খুব একটা ভালো নেই কিং খান। ঠিক কী হয়েছে বাদশা শাহরুখের?
হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, তীব্র তাপপ্রবাহের জেরেই এই দুর্ঘটনা। হিট স্ট্রোকের শিকার হয়েছেন শাহরুখ খান। সাথে ডিহাইড্রেশনের সমস্যাও রয়েছে বলে খবর। আপাতত গুজরাটের আহমেদাবাদের কেডি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। বর্তমানে এই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। কিন্তু প্রশ্ন হচ্ছে এত সুরক্ষার পরও এ ঘটনা ঘটল কীভাবে?
জানা যাচ্ছে, গত কয়েকদিন ধরেই টানা ছোটাছুটি করছিলেন বলিউড তারকা। চরম ব্যস্ততার মধ্যেও গত সোমবারই আহমেদাবাদে পৌঁছেছিলেন কোয়ালিফায়ার ওয়ানের ম্যাচ দেখতে। দল জিততেই আনন্দে আত্মহারা হয়ে উঠেছিলেন তিনি। শাহরুখ সুলভ ভঙ্গিতেই করছিলেন সেলিব্রেশন। আর তখনই বোধহয় মুচকি হেসেছিল আহমেদাবাদের গরম। আসলে গত দুদিন ধরেই মাত্রা ছাড়িয়েছিল আহমেদাবাদের গরম। তাপমাত্রা ৪৫ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। আগামী পাঁচ দিনের জন্য সেখানে রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর।
চিকিৎসকদের মতে, এই তীব্র তাপপ্রবাহই সহ্য হয়নি শাহরুখের। মূলত তীব্র তাপপ্রবাহ আর ডিহাইড্রেশনের কারণেই এই দুর্ঘটনা। এইদিন ম্যাচ শেষে আমদাবাদের আইটিসি নর্মদা হোটেলে নিজের সুইটে ফিরতেই অসুস্থ বোধ করতে থাকেন শাহরুখ। প্রথমটা সেভাবে পাত্তা না দিলেও ভোরের দিকে চরম অবনতি হয় শরীরের। হোটেলের পক্ষ থেকেও আর ঝুঁকি নেওয়া হয়নি। কালবিলম্ব না করেই আমদাবাদের কেডি হাসপাতালে পাঠানো হয়। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়ে যায় চিকিৎসা। শোনা যাচ্ছে, আপাতত অনেকটাই স্থিতিশীল রয়েছেন শাহরুখ। যদিও তাকে এখনই ডিসচার্জ করে দেওয়া হয়েছে কি না তা এখনও কনফার্ম নয়।
তবে শোনা যাচ্ছে, শাহরুখ নাকি তার আগাম বেশকিছু প্ল্যান ইতিমধ্যেই বাতিল করেছেন। ২৬ তারিখ কেকেআরের ফাইনাল ম্যাচ। ঐদিন দলের ছেলেদের মনোবল বাড়াতে শাহরুখ মাঠে থাকতে পারবেন কিনা, তা নিয়ে রয়েছে সন্দেহ। তবে আপাতত এটুকুই প্রার্থনা যে, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন বাদশা। আমাদের অনেক ভালোবাসা রয়েছে তার প্রতি। সুস্থ হয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসুন তিনি।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম