।। প্রথম কলকাতা ।।
In Vitro Fertilisation: গুলি ঝাঁঝরা করে দিয়েছিল পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালাকে। মায়ের কোল খালি হয়ে গিয়েছিল। ৫৮ বছরে সন্তানের জন্ম দিলেন মুসেওয়ালার মা। যা শুনেই তাজ্জব বনে গিয়েছেন সকলে। কিন্তু ৫৮ বছরে কীভাবে মা হলেন? বেশি বয়সে সন্তানধারণের উপায় কী? যাঁরা নিজেদের ক্ষেত্রে ভাবছেন মাতৃত্ব আর সম্ভব নয়, তাদের সামনে আশার আলো। ৬০ বছর বয়সেও মা হলে পারবেন এই উপায়ে। বিজ্ঞানের জন্য অসম্ভব কিছুই নয়। জানুন।
মুসেওয়ালা পরিবারের এক মাত্র সন্তান ছিলেন।ছেলের মৃত্যুর কষ্ট বুকে নিয়েই দিন কাটিয়েছেন সিধু মুসেওয়ালার বাবা-মা। অবশেষে সেই ক্ষতে প্রলেপ লাগল। সিধু মুসেওয়ালার মা চরণ কৌর জন্ম দিয়েছেন এক ছেলের। কিন্তু সকলের মনে একটাই প্রশ্ন ৫৮ বছর বয়সে কীভাবে মা হওয়া সম্ভব? সিধুর মায়ের বয়স ৫৮, বাবার বয়স ৬০। ছেলের শোক ভুলতে দ্বিতীয়বার সন্তান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মুসে ওয়ালা দম্পতি। আর তা সম্ভব হলও। তবে চাইলেন আর মা হয়ে গেলেন, ব্যাপারটা কিন্তু অতটাও সহজ নয়। চিকিৎসকেরা জানাচ্ছেন, আসলে এই বয়সে প্রজননে সহায়ক হরমোনগুলির মাত্রা কমে যায়। তাই স্বাভাবিক নিয়মে সন্তানধারণ করা সম্ভব হয় না। কিন্তু আইভিএফ পদ্ধতিতে ডিম্বাণু প্রতিস্থাপন করতে হয়। তার পর বাইরে থেকে হরমোনের সাপোর্ট প্রয়োজন হয়। ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরনের সহযোগিতা ছাড়া ৯ মাস পর্যন্ত সন্তানধারণ করা সম্ভব নয়।
বধাই হো ছবিতে নীনা গুপ্ত অভিনীত চরিত্রটি ৫০ পেরিয়েই মা হয়েছিল।তখন অনেকের কাছে আজগুবি লেগেছিল বিষয়টি। তবে সাধারণ উপায়ে না হলে বিজ্ঞানের সাহায্য নেওয়াই যায়। বিশেষজ্ঞরা বলছেন,ডিম্বাণু ফ্রিজ় করে রাখা যায়। ৫০-এর পর স্বাভাবিক শারীরিক সম্পর্কের মাধ্যমে সন্তানধারণ একেবারেই সম্ভব নয়। হয় অন্য কারও থেকে ডিম্বাণু সংগ্রহ করতে হবে। না হয় বিশেষ পদ্ধতিতে তা নিজের শরীর থেকে ডিম্বাণু নিয়ে নিষিক্ত করার পরই প্রতিস্থাপন করা হয় জরায়ুতে, তবে এই চিকিৎসা পদ্ধতি যথেষ্ট দামী।
https://www.facebook.com/100082942485331/posts/401421672632579/?mibextid=NTRm0r7WZyOdZZsz
দ্বিতীয় সন্তানকে প্রথমবার দেখেই চোখে জল এসেছে চরণ কৌরের। যেন তাঁর কোলে আরও একবার ফিরে এসেছে ছেলে সিধু । বাবা তাঁর ফেসবুকের অফিসিয়াল পেজে পোস্ট করে জানান যে তাঁদের কোলে এসেছে সিধুর ভাই। নিজের হাতে চামচে করে ছেলেকে দুধ খাওয়াতে দেখা গিয়েছে বলকাউর সিংকে। হাসপাতলের চিকিৎসা কর্মীদরের সঙ্গে কেক কেটেও সেলিব্রেট করতে দেখা গিয়েছে ।যদিও সকলে বলছে, ঘরের ছেলে ঘরে ফিরল।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম