।। প্রথম কলকাতা ।।
Madhabi Mukherjee: বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেত্রী তিনি। দর্শকদের উপহার দিয়েছেন কিছু সেরা ছবি। মায়ের হাত ধরে পা রেখেছেন এই রঙিন দুনিয়ায়। তখন তাঁর নাম ছিল মাধুরী। তবে দর্শক মহলে তিনি পরিচিতি পান মাধবী নামে। ১৯৪২-এর ১০ ফেব্রুয়ারি জন্ম অভিনেত্রীর।
থিয়েটারের মহড়া দেখতে দেখতে অভিনয়ের সুযোগ পান তিনি। শিশির ভাদুড়ী, তুলসী চক্রবর্তী, ছবি বিশ্বাস, প্রভা দেবীর মতো কিংবদন্তি অভিনেতা-অভিনেত্রীদের থেকে কাজ শেখার সুযোগ হয়েছে। সিনেমায় তাঁর প্রথম কাজ প্রেমেন্দ্র মিত্রের ‘দুই বেয়াই’ ছবিতে। এর পর আবার প্রেমেন্দ্র মিত্রেরই ‘কাঁকনতলা লাইট রেলওয়ে’, ‘সেতু’ ছবিগুলিতেও দেখা গিয়েছে তাঁকে। উল্লেখ্য, ‘দুই বেয়াই’-এর আগে মুক্তি পেয়েছে ‘কাঁকনতলা লাইট রেলওয়ে’। তপন সিংয়ের ‘টনসিল’ ছবি দিয়ে প্রথম নায়িকা চরিত্রে অভিনয় করার সুযোগ পান। এর পর একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন অভিনেত্রী।
মৃণাল সেনের ‘বাইশে শ্রাবণ’, ঋত্বিক ঘটকের ‘সুবর্ণরেখা’য় কাজ করার সুযোগ হয়েছে। সেই সময় নিজের ছবিতে মৃণাল সেন একজন নবাগতাকে চেয়েছিলেন। আর তখনই প্রযোজক বিজয় চট্টোপাধ্যায় এবং ভোলা রায় তাঁর নতুন নাম দেন ‘মাধবী’। তাঁর এই নাম জনমানসে বেশ পরিচিতি পেয়েছে । প্রথমে ঋত্বিক ঘটকের ‘কোমলগান্ধার’ ছবিতে কাজ করার সুযোগ এসেছিল তাঁর কাছে। কিন্তু তিনি সেই চরিত্রে কাজ করতে রাজি ছিলেন না। পরবর্তীতে ঋত্বিকের ‘সুবর্ণরেখা’য় দেখা গিয়েছে তাঁকে।
সত্যজিৎ রায়ের ‘মহানগর’-এ হয়েছিলেন আরতি। সত্যজিতের ‘চারুলতা’ ছিলেন তিনিই। ছবিতে নাম ভূমিকায় তাঁর অভিনয় সাড়া ফেলেছিল চারিদিকে। একটা সময় গিয়েছে যখন বাংলা চলচ্চিত্র জগতে সত্যজিৎ রায়, মৃণাল সেন ও ঋত্বিক ঘটকের নায়িকা হিসেবে প্রথম পছন্দ ছিল তাঁকেই। আর সকলের সঙ্গেই কাজ করার সৌভাগ্য হয়েছে তাঁর। সেইসঙ্গে টিভি ধারাবাহিকেও অভিনয় করতে দেখা গিয়েছে বাংলা চলচ্চিত্রের সর্বকালের এই সেরা অভিনেত্রীকে। জন্মদিনের শুভেচ্ছা মাধবী মুখোপাধ্যায়কে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম