।। প্রথম কলকাতা ।।
Lionel Messi: বার্সেলোনাতেও তাঁর সোনালি কেরিয়ার তেমন চর্চিত। কীভাবে ২৩ বছর আগে বার্সার সঙ্গে মেসির চুক্তিপত্র তৈরি হয়েছিল, তা আজও আলোচনার বিষয়। তৎকালীন বার্সেলোনার টেকনিক্যাল ডিরেক্টর রেস্যাক ২০০০ সালে আর্জেন্টিনার এক খুদে ফুটবলারের খেলা দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে, সেই খুদেকে বার্সেলোনায় সই করানোর জেদ ধরে বসেন। বার্সার সভাপতিতে না করায় হুমকিও দিয়ে বসেছিলেন রেস্যাক। ওই খুদেকে বার্সেলোনা না নিলে তিনি তাকে রিয়াল মাদ্রিদে পাঠিয়ে দেবেন। দিনটা ছিল ১৪, ডিসেম্বর। লাঞ্চ টেবলে ক্রমাগত চাপের ফলে শেষমেশ রাজি হয়ে যান সভাপতি। কিন্তু সেখানে চুক্তি হবে কিভাবে ? কাগজ নেই তো কী হয়েছে ! লাঞ্চ টেবিল থেকেই একখানা টিস্যু পেপার তুলে তাতেই লিখে ফেললেন মেসির সঙ্গে বার্সার চুক্তি।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম