।। প্রথম কলকাতা ।।
Mahua Moitra News: সংসদ থেকে ইতিপূর্বেই বহিস্কৃত হয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এর পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রাথমিক ভাবে মামলা দায়ের করেছেন মহুয়া। শীঘ্রই ওই মামলা শুনানির জন্য শীর্ষ আদালতে তালিকাভুক্ত হতে পারে। এবার সংসদের আবাসন কমিটি দিল্লিতে সাংসদের বাংলো খালি করার জন্য মহুয়া মৈত্রকে নির্দেশ দিতে বলল। দিল্লির ৯বি, টেলিগ্রাফ লেন, এইচ সি মাথুর লেনের বাংলোতে থাকেন মহুয়া মৈত্র। কেন্দ্রীয় আবাসন এবং নগরোন্নয়ন মন্ত্রককে তারা চিঠিও পাঠিয়েছে বলে খবর। জানানো হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে বাসভবন ছাড়তে হবে তৃণমূল নেত্রীকে। তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, এই সংক্রান্ত কোনও চিঠি এখনও পাননি কৃষ্ণনগরের সাংসদ মহুয়া।
বহিস্কৃত হওয়ার পর সংসদ থেকে বেরিয়ে মহুয়া মৈত্রকে বলতে শোনা গিয়েছিল,’ এই রিপোর্টে কোথাও কোনও উপহার কিংবা নগদ টাকা নেওয়ার প্রমাণ নেই। লোকসভা পোর্টালের লগ ইন শেয়ার করা নিয়ে কোনও নিয়ম নেই। আমার মখ বন্ধ করিয়ে আসলে আদানি বিতর্ক থেকে পালিয়ে যেতে চাইছে।’ পাশাপাশি তিনি রনংদেহি রূপে বলেন, আমি একজন ৪৯ বছরের মহিলা এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আগামী ৩০ বছর আপনাদের সঙ্গে আমি লড়ব। এর শেষ দেখে ছাড়ব।’
উল্লেখ্য, ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন করেছেন মহুয়া মৈত্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেছেন তিনি। এ সবের জন্য তিনি শিল্পপতি দর্শন হিরানন্দানির থেকে উপহার নিয়েছেন। এমনটাই অভিযোগ উঠেছিল পাশাপাশি জয় অনন্ত দেহাদ্রাই অভিযোগ করেছিলেন, সংসদে নিজের মেল আইডির লগইন, পাসওয়ার্ড হিরানন্দানিকে দিয়েছিলেন মহুয়া। সেখানে সরাসরি প্রশ্ন পাঠাতেন শিল্পপতি।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম