।। প্রথম কলকাতা ।।
Dhaka Explosion: চারিদিকে উৎসবের মেজাজ। হঠাৎ করে কেঁপে ওঠে একটি বহুতল। বাংলাদেশের (Bangladesh) ঢাকাতে (Dhaka) ভয়াবহ বিস্ফোরণ। এই ঘটনায় রীতিমত শতাধিক আহত হয়েছেন। মঙ্গলবার (Tuesday) বিকেলে বিস্ফোরণে ঘটেছে ঢাকার ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের বিপরীতে সিদ্দিক বাজারে এলাকায়। আহতদের দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
মঙ্গলবার ঢাকার সিদ্দিক বাজারের বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অনেকে এই বিষয়টি নিয়ে আতঙ্কিত। প্রথমে বাদশা ট্রেডিং সেন্টার নামক একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। তারপর তার আঘাত ছড়িয়ে পড়ে আশে পাশের এলাকায়। বিস্ফোরণের কারণে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা একটি বাসের সমস্ত কাঁচ ভেঙে যায়। যার কারণে আহত হয়েছেন বাস যাত্রীরা। উৎসবের মেজাজ বলে কথা। এলাকাটা ছিল বেশ জমজমাট। রাস্তায় প্রচুর ভ্যান, রিক্সাচালক এবং পথচারীরা ছিলেন। তাদের মধ্যে অনেকেই আহত হয়েছেন। শবে বরাতের জন্য অনেকেই বিকেলে জিনিসপত্র কেনাকাটার জন্য বেরিয়েছিলেন। তারাও ছিলেন দোকানে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশের ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।
বিবিসি নিউজ বাংলাতে প্রকাশিত তথ্য অনুযায়ী, এই ঘটনায় এখনো পর্যন্ত ১১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন শতাধিক। নিহতদের মধ্যে ৯জন পুরুষ এবং ২জন নারী। প্রথমে বিস্ফোরণের ঘটনা ঘটে সাততলা একটি ভবনে। আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং ঢাকা হাসপাতালে চিকিৎসকদের জরুরি তলব করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। কেন বিস্ফোরণটি ঘটেছে, তার কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। প্রত্যক্ষদর্শীদের মতে, তারা ওই এলাকাতেই দাঁড়িয়েছিলেন। হঠাৎ করে এই প্রচন্ড শব্দ শুনে বিল্ডিংয়ের সামনে এসে দেখেন সেখান থেকে প্রচন্ড ধোঁয়া উড়ছে। আশেপাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের গায়ে ইট কাঠ ছিটকে এসে লাগে। ওই বিল্ডিংয়ের কাছে যে ভ্যান গুলি ছিল তার কয়েকজন চালক দেয়ালের নিচে চাপা পড়েছে।
গত রবিবার ঢাকার সাইন্স ল্যাব এলাকায় বিস্ফোরণের কারণে ৩ জন নিহত হয়েছিলেন এবং আহত হয়েছিলেন প্রায় ১৪ জন। ঘটনাটি ঘটে গত রবিবার বেলা পৌনে ১১ টার দিকে। তারপর শনিবার চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় নিহত হয়েছেন ৬ জন। তারপর আবার মঙ্গলবার ঢাকায় ফের বিস্ফোরণের ঘটনা। ঢাকায় বিস্ফোরণের ঘটনায় একেবারেই নতুন নয়। ২০২১ সালের জুন মাসে ঢাকার মগবাজারে বিস্ফোরণের কারণে প্রায় ১২ জনের মৃত্যু হয়েছিল। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ঢাকার চুরিহাট্টা মোড়ে বিস্ফোরণের কারণে প্রায় ৭১ জনের মৃত্যু হয়।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম