।। প্রথম কলকাতা ।।
Chattogram Fire News: চট্টগ্রামে বিকট শব্দে হঠাৎ করে অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ ঘটে, যার কারণে মৃত্যু হয়েছে ৬ জনের, তবে আশঙ্কা করা হচ্ছে মৃত্যুর সংখ্যা হয়ত বাড়তে পারে। আহত হয়েছেন প্রায় ৩০ জনের বেশি। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের (Bangladesh) চট্টগ্রামে।
চট্টগ্রামে সীতাকুণ্ডের এই অক্সিজেন প্ল্যান্টে শিল্পে ব্যবহৃত অক্সিজেন উৎপাদন করা হত। শনিবার বিকেলে বিস্ফোরণের ঘটনায় এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ জনের। আহতদের চিকিৎসা করা হচ্ছে চট্টগ্রাম হাসপাতালে, তবে আহত কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। প্রশাসন মনে করছে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। বাংলাদেশের দমকলের প্রাথমিক অনুমান অনুযায়ী, এই বিস্ফোরণ অক্সিজেন সিলিন্ডার থেকে ঘটেছে। বহু ক্ষেত্রে অক্সিজেনের সিলিন্ডারগুলি পরীক্ষা করা হয় না, যার কারণে বিস্ফোরণের সম্ভাবনা থাকে। এখনো বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
গত বছর জুন মাসে এই সীতাকুণ্ডতে ভয়াবহ বিস্ফোরণ হয়েছিল। তখন কেশবপুরে বিএম ডিপোতে বিস্ফোরণের কারণে মৃত্যু হয়েছিল প্রায় ৫০ জনের। ওই কারখানা থেকে সম্প্রতি ঘটা দুর্ঘটনার দূরত্ব প্রায় ১ কিলোমিটার। হঠাৎ করে ওই অক্সিজেন উৎপাদনের কারখানা থেকে বিকট শব্দ আসে। তারপর চারিদিকে কালো ধোঁয়ায় ঢেকে যায়। আশেপাশের এলাকাও এই বিস্ফোরণে কেঁপে উঠেছিল। বিস্ফোরণের মাত্রা এতটাই ভয়ানক ছিল যে প্রায় ৫০০ মিটার দূরে ছিটকে পড়ে লোহার বিভিন্ন টুকরো আর পাত। যার কারণে মানুষ মারা গিয়েছে। এমনকি ওই এলাকায় থাকা বাড়ি ঘর বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কারখানার পাশেই রয়েছে একটি পোশাক তৈরির কারখানা। সেই কারখানার কাঁচের দেয়াল ভেঙে পড়েছে।
জানা যায়, দুর্ঘটনার সময় ওই কারখানায় প্রায় ৫০ জন কাজ করছিলেন। যাদের মধ্যে ৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ৩০ জনের বেশি। আগুন নিয়ন্ত্রণ করতে হয়েছে দশটি দমকল ইঞ্জিন দিয়ে। ঘটনা তদন্তের জন্য চট্টগ্রাম জেলা প্রশাসন একটি সাত সদস্যের তদন্ত কমিটি তৈরি করেছে, তাদেরকে পাঁচ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে হবে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম