।। প্রথম কলকাতা ।।
Accident at Maa Flyover: শহর কলকাতার বুকে সকালের আলো ভালোভাবে ফোটার আগেই ফের এক মারাত্মক দুর্ঘটনা। মা ফ্লাইওভারে একটি গাড়ি সোজা গিয়ে ধাক্কা মারে ডিভাইডারে। আর তারপর রাস্তার উল্টো দিকে থাকা একটি ব্রিজের গার্ডওয়ালে ধাক্কা মেরে দাঁড়িয়ে যায় মাঝ রাস্তায়। সকাল ছয়টার দিকে সল্টলেক থেকে ওই গাড়িটি পার্ক সার্কাসের দিকে যাচ্ছিল। তবে রাস্তায় খুব বেশি পরিমাণে যানজট না থাকায় বড় দুর্ঘটনা এড়িয়ে যাওয়া গিয়েছে। গাড়ির যাত্রীদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত খারাপ।
জানা যায় সেক্টর ফাইভ থেকে প্রচন্ড গতি নিয়ে গাড়িটি বেরিয়েছিল। আর তারপর চিংড়িঘাটা থেকে মা ফ্লাইওভারে ওঠে। সেই সময় গাড়িটির গতিবেগ ছিল প্রায় ১০০ কিলোমিটার। মা ফ্লাইওভারে ওঠার পর তপসিয়া মোড়ে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ওই গাড়িটি। চালকসহ পাঁচজন আরোহী ছিলেন বলে জানা গিয়েছে। তাদের মধ্যে একজন গুরুতর অবস্থায় চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। তবে বাকি চারজন পলাতক। পার্ক সার্কাস ময়দান থানার কর্তব্যরত ট্রাফিক পুলিশ এই ঘটনার তদন্ত করছে।
পুলিশি জিজ্ঞাসাবাদে আহত যুবক জানান, তাঁরা পাঁচজন সারারাত সল্টলেকের একটি পার্টিতে ছিলেন। ভোরের দিকে বাড়ি ফিরছিলেন। চালকের আসনে যিনি ছিলেন তিনিও রাতভর মদ্যপান করেন। আর তার কারণেই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এমন দুর্ঘটনার কবলে পড়ে। অন্যদিকে এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে পুলিশের দিকে। কারণ রাত ন’টার পরেই পার্ক স্ট্রিট ,থিয়েটার রোড, আলিপুর রোড সহ কলকাতার একাধিক জায়গায় পুলিশ গাড়িচালক এবং গাড়ির আরোহীদের পরীক্ষা করে। তবে ভোর বেলায় কেন সেই পরীক্ষা করা হল না ? যদিও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বাকি চারজনকে পুলিশ সনাক্ত করবে বলে জানানো হয়েছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম