।। প্রথম কলকাতা ।।
হলিউড এবার টলি পাড়ায়। ভিনগ্রহের গল্প বলবে বাংলা চলচ্চিত্র। স্পেসশিপ, এলিয়েন থেকে শুরু করে ভিনগ্রহের জগত, কল্পবিজ্ঞানের গল্প সাধারণত বেশি দেখা যায় হলিউডে। কিন্তু এবার দেখতে পাবেন বাংলা ছবিতে। কল্পবিজ্ঞান মূলক ছবিতে প্রচুর ফিনান্সিয়াল পাওয়ার থেকে শুরু করে টেকনিক্যাল ব্যাপার রয়েছে। এই বড় চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করাই অকল্পনীয় বিষয়। সেই জায়গায় দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে কোহিনূরের টিম। যেখানে ইন্টারেস্টিং চরিত্র দেখা যাবে অভিনেতা রজতাভ দত্তকে।
‘কোহিনূর- দ্য বিগিনিং আফটার দ্য এন্ড থ্রিল’ মূলত অ্যাকশন, ড্রামা এবং প্রেমের গল্প। এর দুটি অংশ রয়েছে। এটি কোনো ঐতিহাসিক গল্প নয় বরং এটি ২০৬০ সালের হিরে কোহিনূরের উপর ভিত্তি করে বৈজ্ঞানিক কল্পকাহিনী। পরিচালনায় রয়েছেন সৌরভ দাস। ছবির চরিত্রের লুক সামনে এলে ছবির গল্প সম্পর্কে এখনো রয়েই গেছে আড়ালে। অনেকটা সিক্রেট বক্সের মতো। স্বাভাবিক ভাবেই আগ্রহ বাড়ছে দর্শকদের। এখন শুধু মুক্তির অপেক্ষা। এটি এমন একটি ছবি, যা নয় থেকে নব্বই, সব বয়সের মানুষের ভালো লাগবে। ইন্টারেস্টিং ব্যাপার, প্রথম পর্বেই কিন্তু এই ছবির কাহিনী শেষ হবে না, থাকবে আর একটা অংশ। গল্পের ছবি প্রেক্ষাপট ২০৬০ সালে। যেখানে ওতপ্রোতভাবে জড়িয়ে কোহিনূর হিরে।
যতদূর শোনা যাচ্ছে গল্প অনুযায়ী, আরভ একটি বেসরকারি সামরিক কোম্পানির কোম্পানির সঙ্গে যুক্ত। যিনি নিজের জীবনের মায়া না করে ঝাঁপিয়ে পড়েন মারাত্মক এক মিশনে। ব্রিটিশ রিসার্চ অ্যান্ড অর্গানাইজেশনে যুক্ত হন। কাজ একটাই, কহিনূরের নিরাপত্তা রক্ষা কর। হঠাৎ একদিন রাতে দেখেন , অন্য গ্রহের এক তরুণী সেই হিরের চুরি করে নিয়ে যাচ্ছে। তাকে অনুসরণ করতেই পৌঁছে যায় ভিন গ্রহে। পরিচয় হয় সেই জগতের রানির সঙ্গে। জানা যায়, জানতে পারে কোহিনূরের ভুল ব্যবহার হচ্ছে পৃথিবীতে। কিন্তু আরভ কোহিনূর নিয়ে নিজের দেশেই ফিরতে চায়। অথচ পৃথিবীতে ফিরবে কি করে, রাস্তা কোনটা? ঠিক সেই সময় জানতে পারে, ভিনগ্রহের জগত দখল করতে আসছে জেনারেল আদিত্য। তারপর শুরু হয় যুদ্ধ। শোনা যাচ্ছে, এর পরের কাহিনীর ট্যুইস্ট রয়েছে দ্বিতীয় অধ্যায়ে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম