।। প্রথম কলকাতা ।।
CV Ananda Bose: বাংলার বর্তমান স্থায়ী রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose) বিগত কয়েকদিন ধরেই চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন । কারণ সরস্বতী পুজোর (Saraswati Puja) আগেই জানা যায় বঙ্গের এই নতুন রাজ্যপাল (Governor) বাংলা ভাষা শিখতে আগ্রহী। যার কারণে সরস্বতী পুজোর দিনে রাজভবনে তাঁর হাতে খড়ির অনুষ্ঠানে মহাসমারহে পালন করা হয়। এরপরই রাজ্যপাল গিয়ে পৌঁছেছিলেন দিল্লিতে। সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক শেষ করে পুনরায় কলকাতায় ফিরে এলেন তিনি। তারপর ছুটির দিনে রবিবার সকাল সকাল স্ত্রীকে নিয়ে এসে উপস্থিত হন দক্ষিণেশ্বর মন্দিরে (Dakshineswar Temple)।
মা ভবতারিণীর দর্শন এবং পুজো দেওয়া থেকে শুরু করে গোটা দক্ষিণেশ্বর মন্দির ঘুরে দেখেন তিনি এবং তাঁর পরিবারের সদস্যরা। রাজ্যপাল দক্ষিণেশ্বরের মন্দিরে আসবেন, সেই কারণে প্রস্তুতি আগে থেকেই ছিল। সম্পূর্ণ দক্ষিণেশ্বর মন্দির চত্বরকে কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়। মন্দির চত্বর থেকে বেরিয়ে আসার পর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। রাজ্যপাল জানান, বাংলার তীর্থক্ষেত্র গুলির মধ্যে অন্যতম একটি হল, দক্ষিণেশ্বর মন্দির। রামকৃষ্ণের স্মৃতি বিজড়িত এই মন্দিরেই পুজো সারেন তিনি।
তাঁর বাংলা শেখার বিষয়টিতে কতটা অগ্রগতি ঘটেছে? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে রাজ্যপাল জানান, উন্নতি কিছুটা হয়েছে এবং তিনি অত্যন্ত খুশি যে বাংলায় আসার সুযোগ পেয়েছেন। বাংলা তাঁর দ্বিতীয় বাড়ি আবারও এমনটাই শুনতে পাওয়া যায় রাজ্যপালের মুখ থেকে। এছাড়াও বাংলার সংস্কৃতি ঐতিহ্য নিয়ে প্রশংসা করেন তিনি। তবে সম্প্রতি দিল্লিতে অমিত শাহের সঙ্গে তাঁর বৈঠক কোন বিষয়ে ছিল, এই নিয়ে কোন মন্তব্য করেননি রাজ্যপাল। বাংলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে করা প্রশ্নকেও এড়িয়ে যান তিনি। উল্লেখ্য, রাজ্যপালের হাতে খড়ির বিষয়টি নিয়ে বাংলার রাজনৈতিক মহলে ভিন্নজন ভিন্নমত পোষণ করেছিলেন। যদিও একে বাংলার প্রতি নিজের ভালোবাসা প্রকাশ্যের একটি পথ হিসেবেই পূর্বে উল্লেখ করেন রাজ্যপাল।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম