।। প্রথম কলকাতা ।।
Bengali serial: প্রথম ছবিতেই দেবের সাথে অভিনয়, কেরিয়ারে মিঠাইয়ের মত হিট ধারাবাহিক। অথচ এই সৌমিতৃষা নাকি কোনোদিনই অভিনেত্রী হতে চাননি? উল্টে স্বপ্ন দেখতেন নামি কোরিওগ্রাফার হওয়ার। বারাসাতের মেয়ে সৌমিতৃষা কীভাবে অভিনয়ে এলেন জানেন? কীভাবে শুরু হল নায়িকার সিনে দুনিয়ার সফর? অভিনেত্রীর পড়াশোনার দৌড়ই বা কতদূর। ব্যক্তি সৌমিতৃষার জীবনের গল্পটাও কিন্তু কম ইন্টারেস্টিং নয়।
গত কয়েকদিন ধরেই চর্চার কেন্দ্রবিন্দু হয়ে রয়েছেন সৌমিতৃষা। সৌজন্যে তার দুই প্রাক্তন সতীর্থের বিয়ে। যেদিন থেকে আদৃত কৌশাম্বী বিয়ে করেছেন সেদিন থেকেই লাইমলাইট কেড়ে নিয়েছেন মিঠাই রানী। যদিও তার পেছনে গল্পও রয়েছে বিস্তর। তবে জানেন কি মিঠাই রানীর কেরিয়ার কীভাবে শুরু হল? বারাসাতের একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে কীভাবে এসে পড়ল এই দুনিয়ায়? সেই গল্পটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং।
জেনে অবাক হবেন যে, সৌমিতৃষা যখন অভিনয় জগতে পা রাখেন তখন কলেজও কম্প্লিট করেননি। কলা বিভাগে উচ্চমাধ্যমিক দেওয়ার পরই তিনি কলকাতায় চলে এসেছিলেন। ইচ্ছে ছিল ইংরেজী সাহিত্য নিয়ে পড়াশোনা করার। কলকাতার সেন্ট পলস কলেজে ভর্তিও হন। তবে কাজের চাপে সেবার ডিগ্রিটা আর শেষ করা হয়নি। তবে শোনা যায়, পরে নাকি ওপেন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করেছেন তিনি।
তবে অনেকেই হয়ত জানেন না, যে মিঠাই রানীকে নিয়ে ভক্তদের এত উন্মাদনা সেই সৌমিতৃষা কোনোদিনই অভিনেত্রী হতে চাননি। উল্টে তার স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে কোরিওগ্রাফার হওয়ার। ফ্যাশন ডিজাইনিং-র প্রতিও বেশ আগ্রহ ছিল তার। স্বপ্ন দেখতেন বম্বে যাবেন। তবে জীবনের মোড় ঘুরিয়ে দেয় তার একটা ফটোশুট। শোনা যায়, খেয়াল বসেই ফটোশুট শুরু করেছিলেন তিনি। আর সেখান থেকে টুকটাক মডেলিং-ও। তবে কে জানত এখান থেকেই তার জীবন বদলে যাবে।
আজ্ঞে হ্যাঁ, এই মডেলিংয়ের সূত্র ধরেই অভিনয় জগতে পা রাখার সুযোগ আসে তার কাছে। অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন, সিরিয়ালে আসার জন্য নাকি কোনও অডিশন অবধি দিতে হয়নি তাকে। চ্যানেল নাকি নিজে সৌমিতৃষাকে পছন্দ করেছিল। প্রথমেই যদিও নায়িকার চরিত্র মেলেনি, তবে মিলেছিল এক দাপুটে খলনায়িকার চরিত্র। ব্যাস, আর মিঠাই রানীকে পায় কে?
এরপর বেশ কয়েকটা সিরিয়ালে পার্শ্বচরিত্র আর তারপর সোজা সান বাংলার ‘কনে বউ’। হ্যাঁ, সান বাংলার এই ‘কনে বউ’ প্রথম সিরিয়াল, যেখানে সৌমিতৃষা লিড রোলে অভিনয়ের সুযোগ পান। সুযোগ মিলতেই ফাটিয়ে অভিনয় করেন তিনি। তবে সৌমিতৃষার কেরিয়ারের দিশা আর দশা দুটোই বদলে দিয়েছিল এর পরের মেগা। আন্দাজ করুন তো সেটি কোনটি? আরে অবশ্যই সেটি জি বাংলার ‘মিঠাই’। নিঃসন্দেহে মিঠাই ছিল সৌমিতৃষার কেরিয়ারের সেরা ধারাবাহিক। বলা যায় এটিই ছিল অভিনেত্রীর কেরিয়ারের ব্রেক থ্রু। রাতারাতি বাঙালির ঘরের মেয়ে উঠেছিলেন মিঠাই তথা সৌমিতৃষা। এমনকি আজও মানুষ তাকে সৌমিতৃষা কম, মিঠাই বলেই বেশি চেনে।
আর এখন তো তিনি অভিনয় করছেন বড় পর্দাতেও। প্রথম ছবিতেই ইন্ডাস্ট্রির সুপারস্টার দেবের সাথে স্ক্রিন শেয়ার করেছেন নায়িকা। আর এবার তাকে দেখা যাবে অভিনেতা সৌরভ দাসের বিপরীতে। সৌজন্যে ‘১০ জুন’।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম