।। প্রথম কলকাতা ।।
Road Accident: রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিনিয়ত পথ দুর্ঘটনা একের পর এক ঘটেই চলেছে। পুলিশ প্রশাসনের তরফ থেকে পথদুর্ঘটনাকে নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা চালানো হয়েছে এবং বর্তমানেও চলছে। কিন্তু তারপরও কোনভাবেই লাগাম লাগানো সম্ভব হচ্ছে না। রবিবার ছুটির দিনে আবারও এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনার (Accident) সাক্ষী থাকল দক্ষিণ দিনাজপুর। এই দুর্ঘটনার জেরে জখম যাত্রীর সংখ্যা অন্ততপক্ষে ২০ জন। পরবর্তীতে যাত্রীদের তরফ থেকে যে অভিযোগ উঠে এসেছে তা আরও মারাত্মক।
বাসের চালক কানে হেডফোন এবং এক হাতে মোবাইল নিয়ে অন্য হাতে বাস চালাচ্ছিলেন। এমনটাই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন বাসের আহত যাত্রীরা। ঘটনাটি ঘটে রবিবার সকালের দিকেই। দক্ষিণ দিনাজপুরের (Dakshin Dinajpur) ৫১২ নম্বর জাতীয় সড়কের বাউল এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। জানা যায়, নিজের যাত্রা পথে আচমকাই সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে (Truck) গিয়ে সজোরে ধাক্কা মারে বাসটি (Bus)। এই ধাক্কার তীব্রতা অনেকটাই বেশি থাকার কারণে বাসের মধ্যে থাকা যাত্রীরা আহত হন। ঘটনাটি স্থানীয়দের চোখে পড়লে ছুটে আসেন তাঁরা।
আহত যাত্রীদেরকে উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়রাই। তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে। যদিও জখম যাত্রীদের মধ্যে বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু বাকিরা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। এই দুর্ঘটনার খবর পাওয়ার পর সেখানে এসে উপস্থিত হন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের দল। সেখানে গিয়ে যখন যাত্রীদের সঙ্গে কথাবার্তা বলেন । যদিও যাত্রীদের তরফ থেকে অভিযোগ উঠে এসেছে যে, চালক কানে হেডফোন গুঁজে তারপরে গাড়ি চালাচ্ছিলেন। কিন্তু পুলিশ খতিয়ে দেখবে এই দুর্ঘটনা চালকের গাফিলতি নাকি ভোরের কুয়াশার ফল। অন্যদিকে, প্রাথমিক চিকিৎসার পরেই হাসপাতাল থেকে পালিয়ে যান বাসের চালক। কাজেই বর্তমানে তাঁর খোঁজ শুরু করেছেন পুলিশ আধিকারিকরা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম