।। প্রথম কলকাতা।।
Rabi Ghosh: বাংলা বিনোদন জগতে তাঁর মত প্রতিভা খুব কম জনেরই রয়েছে। তাঁর অভাব চলচ্চিত্র দুনিয়ায় পূরণ হওয়ার নয়। বিদ্যায়, বুদ্ধিতে, কাজে, সহানুভূতিশীলতায় সমৃদ্ধ এক পরিপূর্ণ ব্যক্তিত্ব তিনি। পর্দা হোক কিংবা মঞ্চ, তিনি থাকা মানে দর্শকদের বিনোদনে কোনও কম পড়বে না। কিন্তু কৌতুক অভিনেতা মানেই এই নয় যে, সারাক্ষণ হাসতেন তিনি। তবে সমস্তকিছুর মধ্যে অদ্ভুতভাবে সামঞ্জস্য বজায় রাখতেন। বাংলা সিনেমার স্বর্ণযুগের কথা লেখা হলে তাতে, উত্তম, সুচিত্রা, সৌমিত্রর পাশাপাশি আরও একজনের নাম উঠে আসে। তিনি হলেন রবি ঘোষ।
আশুতোষ কলেজের সেই রবীন্দ্রনাথ ঘোষ দস্তিদারের অভিনেতা হওয়ার কোনও ইচ্ছে বা শখ কিছুই ছিল না। উল্টে বডি বিল্ডার হতে চেয়েছিলেন। কিন্তু জীবন কাকে কোন দিকে নিয়ে যায়, তা কি বলা যায়। শুরুতে ব্যাঙ্কশাল কোর্টে চাকরি করেছিলেন। কিন্তু পরে আদালতের কাজ ছেড়ে অভিনয়ে পা রাখেন। ‘হীরক রাজার দেশ’, ‘গল্প হলেও সত্যি’, ‘অরণ্যের দিনরাত্রি’র মতো একাধিক সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন। প্রত্যেকটি সিনেমায় তিনি যে চরিত্রে অভিনয় করেছেন, তা মানুষের মনে দাগ কেটে গিয়েছে। এমনকি যাঁরা তাঁর সঙ্গে কাজ করেছেন তাঁরাও এটা স্বীকার করেছেন, নিজের কাজ নিয়ে প্রচন্ড খুঁতখুঁতে ছিলেন রবি ঘোষ। প্রতিটি চরিত্রের জন্য আলাদাভাবে নিজেকে তৈরি করতেন। একটি চরিত্র থেকে আরেকটি চরিত্রকে আলাদা করার জন্য সবরকম প্রস্তুতি নিতেন।
‘আহবান’ সিনেমায় একটি ছোটো চরিত্রে কাজ করে রুপোলি পর্দায় পা রাখেন এবং পরিচালক হিসেবে দু’টির সঙ্গে যুক্ত ছিলেন। মৃতুর শেষ দিন পর্যন্ত কাজ করে গিয়েছেন এই প্রতিভাবান শিল্পী। তাঁর নামের সঙ্গে ‘কমেডিয়ান’ ট্যাগটা ওতোপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। তাঁর ভক্ত সংখ্যা কম ছিলনা, কিন্তু সেই অর্থে জোটেনি বড় কোনও সম্মান। ১৯৩১-এর ২৪ নভেম্বর তাঁর জন্ম। তিনি নিজের কাজের প্রতি এতটাই দায়বদ্ধ ছিলেন যে, মাকে দাহ করে এসে পর্যন্ত কাজ করেছেন। নিজের শরীর নিয়ে যথেষ্ট সচেতন ছিলেন অভিনেতা। অভিনয় তাঁর রক্তে ছিল বললে ভুল হবেনা। কলেজে পড়ার সময় থেকেই নাটক করা শুরু করেছিলেন। যদিও অভিনয় তাঁর লক্ষ্য ছিল না। তবে পর্দার অভিনেতা রবি ঘোষের সঙ্গে ব্যক্তি হিসেবে রবি ঘোষের মিল পাওয়া একেবারেই অসম্ভব। বাস্তব জীবনে একজন গুরুগম্ভীর মানুষ ছিলেন তিনি। সময় পেলেই ‘রামকৃষ্ণ কথামৃত’ পড়তেন। সে অর্থে নিজে পুজো না করলেও অন্যের বিশ্বাস বা ভক্তিকে কখনও অশ্রদ্ধা করেননি। ১৯৯৭-এর আজকের দিনে না ফেরার দেশে পাড়ি দেন রবি ঘোষ।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম