।। প্রথম কলকাতা ।।
Shashi Kapoor: বলিউডের বিখ্যাত অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা ছিলেন তিনি। হিন্দি চলচ্চিত্র জগতে পরিচালক ও সহকারী পরিচালকের দায়িত্ব পালন করেছেন বিখ্যাত কাপুর পরিবারের এই অন্যতম সদস্য। রাজ কাপুর ও শাম্মী কাপুরের ছোট ভাই তথা শশী কাপুরের পোশাকি নাম ছিল বলবীর রাজ কাপুর। শিশুশিল্পী হিসেবে অভিনয় জগতে পা রেখেছিলেন তিনি। তারপর নায়ক হিসেবে দর্শকদের উপহার দিয়েছেন হাজারো ছবি।
হিন্দি ভাষার সঙ্গে ইংরেজি ভাষার চলচ্চিত্রেও তাঁর অভিনয় দক্ষতা নজরে এসেছে। মাত্র চার বছর বয়সে অভিনয়ের সঙ্গে যুক্ত হন পৃথ্বীরাজ কাপুরের ছোট ছেলে। ১৯৪০-এর দশকে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিনয় করেছেন। ‘আগ’ ও ‘আওয়ারা’য় শিশুশিল্পী হিসেবে তাঁর অভিনয় নজরকাড়া ছিল। ১৯৪৮ থেকে ১৯৫৪-এর মধ্যে চারটি চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন। এর পর ১৯৬১-তে ‘ধর্মপুত্র’ চলচ্চিত্রে নায়কের ভূমিকায় দেখা যায় তাঁকে। প্রায় ১১৬টি হিন্দি চলচ্চিত্রে অংশ নিয়েছেন। যার মধ্যে থেকে ৬১টিতে একক নায়ক, ৫৫টিতে বহুনায়কের অংশগ্রহণে, ২১টিতে পার্শ্ব অভিনেতা হিসেবে ও ৭টি চলচ্চিত্রে বিশেষ দৃশ্যে দেখা গিয়েছে তাঁকে। ৬০-৮০’র দশকের মাঝামাঝি সময় বলিউডে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন এই অভিনেতা। ১৯৬৩ সালে ‘দ্য হাউজহোল্ডার’ ও ‘শেক্সপিয়ার-ওয়াল্লার’ ন্যায় ইংরেজি ভাষার চলচ্চিত্রে অংশ নেন।
এদিকে রাখি, শর্মিলা ঠাকুর, জিনাত আমান, হেমা মালিনী, পারভিন ববি ও মৌসুমী চট্টোপাধ্যায়ের মত নায়িকাদের সঙ্গে অভিনয় করেছেন তিনি। ১৯৭৮-এ নিজস্ব চলচ্চিত্র নির্মাণ প্রতিষ্ঠান ‘ফিল্ম ভালাস’ প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠান থেকে ‘জুনুন’, ‘কলিযুগ’, ‘৩৬ চৌরঙ্গী লেন’, ‘বিজেতা’ ও ‘উৎসব’-এর মত ছবি তৈরি করেছেন। তবে ১৯৮৭ সাল থেকে অভিনেতা হিসেবে খুব কম কাজ করেছেন শশী। ৮৮ সালে প্রিয়ার্স ব্রসনানের সঙ্গে ‘দ্য ডিসিভার্স’ চলচ্চিত্রে অভিনয় করেন। ৯৪-তে ‘মুহাফিজ’ চলচ্চিত্রের জন্য জাতীয় পুরস্কার পান। ১৯৯০ দশকের শেষ দিকে চলচ্চিত্র জগত থেকে পুরোপুরি অবসর নেন এই অভিনেতা। ২০ বছর বয়সে বিয়ে করেছিলেন নিজের থেকে তিন বছরের বড় মেয়েকে। তিনিও অভিনয় জগতের সঙ্গেই যুক্ত। তাঁরা একত্রে একটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন, নাম জেনিফার কেন্ডাল। বলিউডের এই প্রতিভাবান শিল্পীকে ভারত সরকারের পক্ষ থেকে ‘পদ্মভূষণ’ সম্মান দেওয়া হয়েছে। দাদাসাহেব ফালকে সম্মানে ভূষিত হন অভিনেতা। ২০১৫-তে ইউনিয়ন মন্ত্রী অরুণ জেটলির কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করেছেন তিনি। ২০১৭-র আজকের দিনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন শশী কাপুর।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম