।। প্রথম কলকাতা ।।
Kader Khan: একজন কৌতুক অভিনেতা, চিত্রনাট্য এবং সংলাপ লেখক। অভিনয় জীবনের বেশিরভাগ সময় খলনায়ক হিসেবে খ্যাতি অর্জন করেছেন। সংলাপকে আঁকড়ে ধরেই নিজের জীবনের অর্ধেকটা কাটিয়ে ফেলেছেন তিনি। বলিউডের একাধিক ছবিতে তাঁর অভিনয় দক্ষতা প্রকাশ পেয়েছে। ১৯৩৭-এর ২২ অক্টোবর বর্তমান আফগানিস্তানের (Afganistan) কাবুলে জন্ম হয় কাদের খানের (Kader Khan)।
ইসমাইল ইউসুফ কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেন। পরে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন। এর পর মুম্বইয়ে এক ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষকতা করতে করতেই সুযোগ পেয়েছিলেন বলিউডে। ইঞ্জিনিয়ারিং কলেজের অনুষ্ঠানে দিলীপ কুমারের (Dilip Kumar) নজর কেড়েছিলেন এই অভিনেতা। ‘জওয়ানি দিওয়ানি’ সিনেমার চিত্র-নাট্যকার হিসেবে হাতেখড়ি তাঁর। এরপর ধীরে ধীরে মুম্বইতে পাকাপাকিভাবে তাঁর থাকা শুরু হয়।
১৯৭৩-এ দাগ তাঁর অভিনীত প্রথম ছবি। এছাড়া প্রায় আড়াইশোর বেশি ছবির স্ক্রিপ্ট লিখেছেন কাদের। কাজ করেছেন ৪৫০-র বেশি হিন্দি ও উর্দু ছবিতে। তাঁর অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সমালোচক মহলের একাংশ। তাঁর জনপ্রিয়তার পেছনে রয়েছে ‘পরভরিশ’ (Parvarish), ‘ধন দৌলত’ (Dhan Daulat), ‘কুরবানি’র (Qurbani) মতো সিনমায় তাঁর অভিনয়। বেশ কয়েকটি উর্দু ছবিতেও দেখা গিয়েছে তাঁকে। আশির দশকের মাঝামাঝি থেকে পার্শ্ব চরিত্রে অভিনয় শুরু করেন। ‘মাস্টারজি’ (Masterji), ‘ঘর-সংসার’ (Ghar Sansar), ‘দোস্তি দুশমনি’র (Dosti Dushmani) মত ছবিতে দেখা গিয়েছে তাঁকে। তাঁর কমেডি আট থেকে আশি সকলেরই পছন্দ ছিল।
১৯৮২,৯১, ৯৩-এ তিনবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতেছেন এই অভিনেতা। ২০১৩-তে হিন্দি চলচ্চিত্র জগতে অবদানের জন্য ‘সাহিত্য শিরোমনি’ পুরস্কার তুলে দেওয়া হয়েছে তাঁর হাতে। পরবর্তীতে মস্তিষ্ক এবং স্নায়ুর জটিল রোগে আক্রান্ত হয়ে পড়েন তিনি। সিনেমা থেকে এক প্রকার দূরে সরে যান। ছেলের সঙ্গে কানাডায় গিয়ে থাকতে শুরু করেন। এর পর ২০১৮-র ৩১ ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেতা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম