।। প্রথম কলকাতা ।।
Anwesha Chakraborty: ‘কালার্স বাংলা’য় নতুন ধারাবাহিক ‘সোহাগ চাঁদ’। তবে ধারাবাহিকের সোহাগ আর পাঁচটা হিরোইনের মত রোগা, ছিপছিপে চেহারার নয়। যেটা কোনও সিরিয়াল বা সিনেমার নায়িকা বলতে ধারণা মানুষের। এটা প্রথম ধারাবাহিক সোহাগ ওরফে অন্বেষার। ‘টলি টাইম’কে দেওয়া সাক্ষাৎকারে নতুন অভিনেত্রী জানিয়েছেন, ‘বাংলা সিরিয়ালের লিড চরিত্রে ডবিউ করার সুযোগ পেয়ে খুবই আনন্দ পেয়েছিলাম। তবে অভিনয় জগতে আসার কোনও লক্ষ্য ছিল না। হঠাৎই এরকম একটি সুযোগ এসেছে আমার কাছে’।
সাক্ষাৎকারে অন্বেষা বলেছেন, গল্পের সঙ্গে নিজেকে খুব বেশি রিলেট করতে পারেন তিনি। তবে কি তাঁকেও মোটা হওয়ার জন্য কথা শুনতে হয়েছে? অভিনেত্রীর কথায়, ‘বহুবার শুনতে হয়েছে। পছন্দের ছেলে রিজেক্ট করেছে মোটা ছিলাম বলে বা বিয়ের সম্বন্ধ দেখতে এসেছে তখন রিজেক্ট হয়েছি আমি খুব মোটা তাই। রোগা হওয়ার প্রয়োজন রয়েছে। যেগুলো সিরিয়ালে ‘সোহাগ’কে শুনতে হচ্ছে, সেগুলো বাস্তবে আমাকেও শুনতে হয়েছে’। এককথায় ‘সোহাগ’ চরিত্রের সঙ্গে অন্বেষার খুব মিল রয়েছে। অভিনেত্রী মনে করেন, এই চরিত্রটি শুধু টিভি স্ক্রিনের পর্দার কোনও চরিত্র নয়, এটি রক্তমাংসের একটা চরিত্র। কারণ সোহাগের জীবনে যেগুলো হচ্ছে, সেগুলো সবই বাস্তবে হয়ে থাকে বেশিরভাগ মেয়ের সঙ্গে। অনেকেই এর সঙ্গে নিজেকে রিলেট করতে পারবে।
পাশাপাশি অন্বেষার মতে, ‘আমরা ডিজিটালই যতই এগিয়ে থাকি না কেন, আমরা এখনও বস্তাপচা মানসিকতা বহন করছি। রোগা না হলে সুন্দরী হতে পারবে না, ফর্সা না হলে সুন্দরী হওয়া যাবে না, আরও অনেক স্টিরিওটাইপ চিন্তাধারা রয়েছে। বাঁধন ভাঙ্গাটা খুবই দরকার’। তবে ‘বডি শেমিং’-এর একটা মানসিক চাপ পড়ে, যেটা ছেলেমেয়ে উভয়ের ক্ষেত্রেই সমান। তাই অভিনেত্রী সকলকেই অনুরোধ করেছেন যেন কেউ বডি ‘শেপ’ দিয়ে কারোর বিচার না করে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম