।। প্রথম কলকাতা ।।
Kangana Ranaut: বলিউডের বহুল চর্চিত ও সমালোচিত নায়িকা তিনি। দেশে ঘটতে থাকা নানা বিষয় নিয়ে নিজের মতামত দিয়ে থাকেন। সম্প্রতি শেষ করেছেন ‘এমার্জেন্সি’ ছবির শ্যুটিং। যেখানে তাঁকে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর (Indira Gandhi) চরিত্রে দেখা যাবে। কিন্তু তার পাশাপাশি এই ছবির প্রযোজক ও পরিচালকও তিনি। নিজে সোশ্যাল মিডিয়ায় ছবির শ্যুটিং শেষ হওয়ার পর শ্যুটিং সেটের কিছু ছবি শেয়ার করেছেন। আর সেখানে ক্যামেরার পিছে তাঁর কাজ ধরা পড়েছে। পাশাপাশি ছবির সঙ্গে দীর্ঘ লেখা পোস্ট করেছেন বলিউডের কুইন। আর তাতেই জানা গিয়েছে, ছবি শেষ করতে গিয়ে নিজের সমস্ত সম্পত্তি বন্ধক রেখেছেন কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)।
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অভিনেত্রী যে ছবিগুলি শেয়ার করেছেন তাঁর নিচে একটি দীর্ঘ পোস্ট লিখে জানিয়েছেন, শ্যুটিংয়ের প্রথমে দিকে ডেঙ্গু জ্বরে ভুগছিলেন তিনি। পাশাপাশি কলা-কুশলীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন নায়িকা। আপাতত নিরাপদে আছেন, দুশ্চিন্তা করার মতো পরিস্থিতি তেমন নেই। তিনি লেখেন, ‘আমি জীবনের একটা অতি গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে দিয়ে গেলাম। মনে হবে, অনেক সহজ ছিল রাস্তাটা। কিন্তু সত্যিটা সেটা নয়। নিজের প্রত্যেকটা জিনিস বন্ধক রাখা থেকে শুরু করে শ্যুটের প্রথম দিকে ডেঙ্গুতে আক্রান্ত হওয়া, ব্লাড প্লেটলেট খুব কম থাকা সত্ত্বেও শ্যুট করে যাওয়া, ক্রমাগত পরীক্ষার মধ্যে দিয়ে গিয়েছি এক প্রকার’।
নিজের মনের কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘এই সমস্ত ঘটনার কথা জানাইনি কাউকে। কারণ যাঁরা আমার শুভাকাঙ্ক্ষী তাঁদের দুশ্চিন্তার মধ্যে ফেলতে চাইনি। আর যাঁরা আমার শেষ দেখতে চান, তাঁদের সামনে নিজের যন্ত্রনার কথা বলে তাঁদের আনন্দ দিতে চাইনি। এ যেন আমার পুনর্জন্ম। এর আগে এরকমটা মনে হয়নি’। ছবির চিত্রনাট্য লিখেছেন রীতেশ শাহ। ছবিতে তিনি ছাড়া অভিনয় করেছেন অনুপম খের, মিলিন্দ সোমন, মহিমা চৌধুরী, সতীশ কৌশিক।
View this post on Instagram
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম