।। প্রথম কলকাতা ।।
সম্প্রতি স্বপ্নের ফর্মে রয়েছেন ইংল্যান্ডের ব্যাটার হ্যারি ব্রুক। টেস্টে ক্রিকেটে নিজের ব্যাটিং দক্ষতায় বিশ্ব প্রশংসিত হয়েছেন ইয়র্কশায়ার ব্যাটার। ক্যারিয়ারের সূচনায় প্রথম ৬ ম্যাচে ৪টি শতরান করেছেন ব্রুক। এবার হ্যারি ব্রুকের প্রশংসা করে ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট বলেছেন, তরুণ সুপারস্টার মনে হচ্ছে তিনি অন্য গ্রহে ব্যাট করছেন।
ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্রুকের সাধারণ অভিষেক হয়েছিল কিন্তু তিনি পাকিস্তানের মাটিতে পাকিস্তান বোলিং আক্রমণকে ধ্বংস করে দিয়েছিলেন। বিশেষত মিডল অর্ডারে এনফোর্সারের ভূমিকা পালন করেন। ব্রুক নিউজিল্যান্ডেও তার ফর্ম অব্যাহত রেখেছেন। প্রথম টেস্টে ইংল্যান্ডের ২৬৭ রানের বড় জয়ের ম্যাচে দুই ইনিংসে ৮৯ এবং ৫৪ রান করেন।
দ্বিতীয় টেস্টে ব্রুক ওয়েলিংটনের মাত্র ১৭৬ বলে ২৪ বাউন্ডারি এবং ৫ ওভার বাউন্ডারি মেরে ক্যারিয়ারের সর্বোচ্চ ১৮৬ রানের টেস্ট ইনিংস খেলেন। ইংল্যান্ড যখন ৩ উইকেটে ২১ রানে তখন ব্রুক ব্যাট হাতে নেমেছিলেন। প্রাক্তন অধিনায়ক রুটের সঙ্গে জুটি বেঁধে তরুণ তারকা নির্ভয়ে খেলতে থাকেন এবং নিউজিল্যান্ডের বোলারদের ওপর চাপ সৃষ্টি করেন। ব্রুক এবং রুট চতুর্থ উইকেটে ৩০২ রানের জুটি গড়েন যা ইংল্যান্ডকে ম্যাচে ফিরিয়ে আনে। তাদের ব্যাটের উপর ভর করেই ইংল্যান্ড প্রথম ইনিংসে ৮ উইকেটে ৪৩৫ রান করে ডিক্লেয়ার দেয়।
১৫৩ রানে অপরাজিত থাকা জো রুট বলেন, “সে প্রায় ভিন্ন গ্রহে খেলছে। আপনি যখন অন্য প্রান্তে ব্রুকের কাছে ব্যাট করছেন তখন সে আপনার জীবনকে অনেক সহজ করে দিচ্ছে। ওকে বাউন্স করাটা বেশ ভালো লাগলো এবং আমরা ড্রেসিংরুমে সেই প্রশান্তি ফিরিয়ে আনলাম। এই ধরনের অংশীদারিত্ব সবসময় জিনিসগুলি সুন্দরভাবে সেট আপ করতে চলেছে।”