।। প্রথম কলকাতা ।।
Haragouri Pice Hotel Update: মেয়েবেলার পর বন্ধ হচ্ছে হরগৌরী পাইস হোটেল? টেলিপাড়ায় হচ্ছেটা কী! একের পর এক সিরিয়াল বন্ধ। সোশ্যাল মিডিয়ায় শোরগোল শুরু। আদৌ সিরিয়ালটি বন্ধ হচ্ছে কি? আসল সত্যিটা জানালেন শঙ্কর নিজেই। যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তর প্রযোজনায় তৈরি হচ্ছে হরগৌরী পাইস হোটেল। মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল রাহুল মজুমদার ও শুভস্মিতা মুখোপাধ্যায়কে। ছোট পর্দায় প্রযোজক হিসাবে এই ছবি দিয়েই কামব্যাক করেছেন যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্ত। একের পর এক নতুন সিরিয়াল আসছে ঠিকই। কিন্তু টেলিপাড়ার সময় ভালো যাচ্ছে না। বলছেন অনেকেই। কোনও সিরিয়ালের আয়ু তিন মাস, তো কোনওটা আবার আট মাসের মাথায়ই শেষ হয়ে যাচ্ছে।
এবার টেলিপাড়ায় অনেকেই বলছেন হরগৌরী পাইস হোটেল সিরিয়াল নাকি শেষ হচ্ছে।স্টুডিয়োপাড়ায় গুঞ্জন এবার নাকি মেয়েবেলার মতো বন্ধের পথে হরগৌরী পাইস হোটেল। টেলিপাড়ায় জোর গুঞ্জন নতুন সিরিয়াল আনার পরিকল্পনাও করে ফেলেছেন যিশুর প্রযোজনা সংস্থা। এখনও প্রোমোর শুটিং হওয়া বাকি। চূড়ান্ত হয়নি অভিনেতারাও, তবে অন্য পরিকল্পনার মাঝে এই নতুন গুজব শুনে অবাক হরগৌরী পাইস হোটেল সিরিয়ালের নায়ক।
টেলিপাড়ায় এখন সিরিয়াল বন্ধের হিড়িক। একের পর এক চ্যানেলের জনপ্রিয় মেগা বন্ধ হচ্ছে। স্টার জলসা হঠাৎ করেই বন্ধ করেছে বালিঝড়। অন্যদিকে কালার্স বাংলায় শেষ হয়েছে ইন্দ্রাণীর সফর। মিঠাই শেষ। ভেঙে ফেলা হয়েছে মনোহরা। শেষ হয়েছে গোধুলি আলাপও। গাঁটছড়া বন্ধ হওয়ার আশঙ্কা ছিল দীর্ঘদিনের, সেই থেকে অবশ্য খানিক রেহাই মিলেছে। বেশ কিছু ধারাবাহিকের সম্প্রচারের সময় পাল্টানো হয়েছে। হরগৌরী পাইসের ভাগ্য কী? কী বললেন শঙ্কর ওরফে রাহুল? সংবাদমাধ্যমে রাহুল দাবি করেছেন এই খবরটাই ভুল। রাহুল বলেন সবাই এই প্রশ্ন করছেন এ বার একদম ভিতর থেকে খোঁজ নিয়ে জানিয়েছেন রাহুল পুরোটাই ভুল খবর। এই সিরিয়াল বন্ধ হওয়ার কোনও সম্ভাবনা নেই।
সম্প্রতি জনপ্রিয় বাংলা চ্যানেলে মেয়েবেলার স্লটে নতুন বাংলা সিরিয়াল সম্প্রচারের খবর সামনে আসে। আর এরপরেই জনপ্রিয় এই ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়া নিয়ে জল্পনা বাড়ছিল। যদিও এই জল্পনার মাঝে খবর সামনে আসে যে ধারাবাহিক শেষ নয়! বরং সময় বদলে দেওয়া হবে এই মেগার।কয়েক মাসের মধ্যেই বন্ধ হয়ে গেল মেয়েবেলা।শোনা যাচ্ছে চলতি সপ্তাহেই ১৫ জুন নাকি শেষ পর্বের শ্যুটিংও হতে চলেছে। সিরিয়াল বন্ধের পিছনে রূপা গঙ্গোপাধ্যায় ফ্যাক্টর বলেও মনে করছেন অনেকে। যে প্রত্যাশা নিয়ে মেয়েবেলা শুরু হয়েছিল তা মেটাতেও নাকি ব্যর্থ এই সিরিয়াল।অগত্যা শুরুর মাত্র ৫মাসের মাথাতেই বন্ধ হয়ে যাচ্ছে ধারাবাহিক বলে খবর।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম