।। প্রথম কলকাতা ।।
দুঃসংবাদটা চলেই এলো। যেটা নিয়ে ভয় পাচ্ছিল টিম ম্যানেজমেন্ট, যেটা নিয়ে ভয় পাচ্ছিল সমর্থকরা। আগামীকাল ইডেনে বিশ্বকাপের মঞ্চে ভারত ও দক্ষিণ আফ্রিকার লড়াই। গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই ভারতীয় শিবিরে দুঃসংবাদ। চোটের জন্য চলতি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হার্দিক পান্ডিয়া। গত ১৯ অক্টোবর পুনেতে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছিলেন হার্দিক। গত মাসে পুনেতে বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচে বল করার সময় বাঁ পায়ের গোড়ালিতে চোট পান পান্ডিয়া। ১৯ অক্টোবরের পর আর কোনও ম্যাচ খেলেননি পান্ডিয়া। সেই চোটই তাকে ছিটকে দিল বিশ্বকাপ থেকে।
এদিকে ভারত চলতি বিশ্বকাপে স্বপ্নের দৌড়ে এগিয়ে চলেছে। টানা সাতটি ম্যাচ জিতে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। মুম্বইয়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে কলকাতায় পা রেখেছে রোহিতের ভারত। শচীন তেণ্ডুলকরের ৪৯টি ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড কি ছুঁতে পারবেন বিরাট কোহলি? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ক্রিকেটমহলে। এই পরিস্থিতিতে হার্দিকের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া সেমিফাইনালের আগে ভারতের চিন্তা কয়েকগুণ বাড়িয়ে দিল। হার্দিককে ছাড়া গ্রুপ পর্যায়ের ভারত চারটি ম্যাচে জিতলেও দলের ভারসাম্য বিঘ্নিত হয়েছিল। আর সেইভাবেই বিশ্বকাপের বাকি ম্যাচ খেলতে হবে রোহিতবাহিনীকে।
অনেকেই মনে করেছিলেন হার্দিকের চোট গুরুত্বর নয়। আশা করা হয়েছিল সেমিফাইনালের আগে তিনি দলে ফিরবেন। কিন্তু তা আর হলো না। চোটের পর বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পাঠানো হয়েছিল তাঁকে। জানা গিয়েছে, গ্রেড ১ লিগামেন্ট ছিঁড়েছে হার্দিকের। সেই চোট সারতেই সাধারণত দুই সপ্তাহ সময় লেগে যায়। মাত্র তিনটি ম্যাচ খেলেই বিশ্বকাপ অভিযান শেষ হলো হার্দিক পান্ডিয়ার। হার্দিকের পরিবর্তে দলে নেওয়া হয়েছে অনভিজ্ঞ প্রসিদ্ধ কৃষ্ণাকে।
কলকাতা নাইট রাইডার্সের এই পেসার ভারতের হয়ে ১৭টি এক দিনের ম্যাচ খেলেছেন। ২৯টি উইকেট আছে তাঁর। ২৭ বছরের এই পেসারের দেশের হয়ে অভিষেক হয় ২০২১ সালে। ইংল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। শেষবার ভারতের হয়ে এক দিনের ক্রিকেট খেলেছিলেন বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। অভাবনীয় কিছু না ঘটলে তাঁকে খেলানোর কোনও সম্ভাবনা নেই। বর্তমানে রোহিত শর্মা দলের উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবেন না। খাতায়কলমে অল-রাউন্ডার হলেও শার্দুল ঠাকুরের খেলার সম্ভাবনাও কার্যত নেই।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম