।। প্রথম কলকাতা ।।
Shantanu Moitra: সঙ্গীত জগতের অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় নাম শান্তনু মৈত্র। হিন্দি চলচ্চিত্র জগতের জন্য সুর রচনা করেছেন। ‘পরিণীতা’ থেকে শুরু করে ‘লাগে রাহো মুন্না ভাই’-এর মত ছবিতে কাজ করেছেন তিনি। শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আজ লোকসমাজে তিনি যে জনপ্রিয়তা পেয়েছেন, সেই পথ খুব একটা সহজ ছিল না। আজকের দিনে লখনৌ শহরে জন্ম হয় তাঁর (Shantanu Moitra)।
এক বাঙালি সঙ্গীতপ্রেমী পরিবার থেকে এসেছেন তিনি। খুব ছোটো থাকাকালীনই পরিবারের সঙ্গে দিল্লি (Delhi) চলে আসেন। প্রথমে থাকতেন পশ্চিম দিল্লির প্যাটেল নগরে। স্প্রিংডেলস বিদ্যালয়ে পড়াশোনা করেন, যেখানে তিনি ব্যান্ডের গায়ক ও দলনেতা ছিলেন। পরে তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত দেশবন্ধু কলেজে পড়াশোনা করেন এবং অর্থনীতিতে স্নাতক হন। তবে তাঁর বিজ্ঞাপনে জিঙ্গেল দিয়ে কেরিয়ার শুরু। পরে ইন্ডিপপ অ্যালবামের সঙ্গীতের জন্য সুর রচনা করেন, যেটি বেশ ভালো জনপ্রিয়তা পেয়েছিল। ২০০২-তে মুম্বই (Mumbai) চলে যান। প্রথম সুধীর মিশ্রের ‘হাজারো খোয়াইসে অ্যাসি’র জন্য কাজ শুরু করেন। স্বানন্দ কিরকিরের সঙ্গে ‘বাওয়রা মন’ গান দিয়ে যাত্রা শুরু। পরবর্তীতে ‘পরিণীতা’ ছায়াছবিতে সুযোগ পান।
এখন প্রায়ই তাঁকে গানের রিয়ালিটি শোগুলির বিচারকের আসনে দেখা যায়। তাঁর মার বয়স ৮০ ছুঁইছুঁই। কিন্তু তাও তাঁর মধ্যে এনার্জি কম নয়। পুত্র যেখানে সঙ্গীত জগতের এক অন্যতম স্তম্ভ, সেখানে মা যে প্রতিভাময়ী হবে, তা বলতে লাগে না। এই বয়সে এসেও রবীন্দ্রসঙ্গীতের তালে নৃত্য পরিবেশন করতে সক্ষম তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁর একটি নাচের ভিডিও। নিজেই গায়ক সেই ভিডিও শেয়ার করেছিলেন নেট মাধ্যমে। সেইসঙ্গে জানান, বয়সটা তাঁর মার কাছে একটা সংখ্যা মাত্র। পাশাপাশি কামনা করেন তাঁর মা যেন আগামী দিনে আরও বেশি অল্প বয়সী হয়ে উঠুক। ‘ভালোবেসে সখী’ গানে নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে তাঁকে। নিজের মাকে অনুপ্রেরণা হিসেবে ব্যাখ্যা করেছেন শান্তনু। এদিকে করোনা (Corona) মহামারীর সময় বাবাকে হারিয়েছেন। বাবা তাঁর সবচেয়ে ভালো বন্ধু ছিলেন। দারুন সেতার বাজাতেন তিনি। তাঁর কাছেই সঙ্গীত শিক্ষার হাতেখড়ি। পরে আরও নানা গানের মহারথীদের সান্নিধ্যে এসেছেন তিনি, শিখেছেন সঙ্গীতকলার আরও খুঁটিনাটি। কিন্তু তাঁকে পথ দেখিয়েছেন বাবাই। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এই সঙ্গীত শিল্পীকে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম