।। প্রথম কলকাতা ।।
Preity Zinta: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তিনি। একাধিক ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। এমনকিছু চরিত্রে তিনি কাজ করেছেন যা, দর্শকদের মনে ছাপ ফেলে দিয়েছে। তবে আজ যে সাফল্য তিনি পেয়েছেন, তা পেতে অনেক স্ট্রাগল করতে হয়েছে তাঁকে। তাঁর মিষ্টি হাসিতে ফিদা বহু মানুষ। ১৯৭৫-এর আজকের দিনে হিমাচল প্রদেশের শিমলা শহরে জন্ম হয় তাঁর। জন্মদিনের শুভেচ্ছা অভিনেত্রীকে।
খুব অল্প বয়সেই বাবাকে হারিয়েছেন অভিনেত্রী। এক গাড়ি দুর্ঘটনায় মারা যান বাবা। আর ওই একই দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর শয্যাশায়ী ছিলেন মা। ১৯৯৬-তে এক বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়ে দেখা হয় এক নামী পরিচালকের সঙ্গে। তাঁর হাত ধরেই বিজ্ঞাপনের দুনিয়ায় প্রথম মুখ দেখিয়েছিলেন তিনি। এর পর একে একে বহু বিজ্ঞাপনের মুখ হয়ে ওঠেন প্রীতি জিন্টা। শেখর কাপুর তাঁকে দেখে অভিনয়ে আসার প্রস্তাব দেন। ১৯৯৮-তে তাঁর ‘দিল সে’ ছবি দর্শক মহলে সাড়া ফেলে। একই বছর ‘সোলজার’ ছবিতে অভিনয় করেছেন তিনি। এই চলচ্চিত্রগুলিতে তাঁর অভিনয়ের কারণে পেয়েছেন শ্রেষ্ঠা নবাগত ফিল্মফেয়ার পুরস্কার। ২০০৩-এ মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি ‘কাল হো না হো’, যা প্রশংসিত হয়েছে অনুরাগী মহলে।
তবে তাঁর ‘কেয়া কহেনা’ ছবি দিয়ে বলিউডে ডেবিউ করার কথা ছিল। কিন্তু ছবিটি মুক্তি পেতে দেরি হয়। তার আগেই মুক্তি পায় ‘দিল সে’। হিন্দির পাশাপাশি তেলুগু, পাঞ্জাবি, ইংরেজি ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের সঙ্গে বিভিন্ন পার্শ্ব চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। ‘সালাম নমস্তে’, ‘বীর জারা’, ‘কভি আলবিদা না কেহনা’র মতো ছবিতে কাজ করেছেন। তাঁর প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র ছিল কানাডীয় চলচ্চিত্র ‘হ্যাভেন অন আর্থ’। যার জন্য ২০০৮-এ শিকাগো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য সিলভার হুগো পুরস্কার লাভ করেন। ২০১৬ সালে জিন গুডএনাফের সঙ্গে বিয়ে হয় তাঁর। যমজ সন্তানের মা হয়েছেন তিনি। ভক্তদের কাছে ‘ডিম্পল কুইন’ নামেও পরিচিত তিনি। আজকের দিনটা তাঁর কাছে বাকি দিনগুলির থেকে একটু হলেও স্পেশাল।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম