।। প্রথম কলকাতা ।।
Neem Wood Comb: চুল আঁচড়ানোর জন্য হাজার একটা চিরুনি এখন বাজারে পাওয়া যায়। বিভিন্ন জনে বিভিন্ন ধরনের চিরুনি দিয়ে চুল আঁচড়াতে (Hair Combing) পছন্দ করেন। তবে এই চিরুনি শুধুমাত্র চুলের জট ছাড়াতে, চুল আঁচরাতেই ব্যবহার করা হয় না। চিরুনির আরও কিছু গুণ রয়েছে। চিরুনি ব্যবহার করার পেছনে রয়েছে আরও বিশেষ কিছু কারণ। স্ক্যাল্পে (Scalp) রক্ত সঞ্চালন যত ভালো হবে চুলের গ্রোথ ততই ভালো হবে, এমনটাই বলে থাকেন বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়ানোর কাজ সব থেকে ভালো করতে পারে চিরুনি। কিন্তু তাই বলে বাজার থেকে কিনে আনা প্লাস্টিকের মোটা শক্ত খাঁচওয়ালা চিরুনি নয়।
- এই কাজটি করে কাঠের চিরুনি (wood Comb)। বিশেষ করে নিম কাঠের তৈরি চিরুনি। বহু যুগ আগে থেকেই এই নিম কাঠের তৈরি চিরুনি ভীষণভাবে জনপ্রিয় মহিলা মহলে। বলা হয় এই নিম কাঠের চিরুনি ব্যবহার করলে চুল পড়ার সমস্যা অনেকাংশে বন্ধ হয়। নিয়মিত যদি এটি ব্যবহার করা যায় তাহলে চুল পড়ার সমস্যা একেবারেই বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু এই বিশ্বাস কতটা সত্যি ? আদৌ কি এর কোন যৌক্তিকতা রয়েছে? আজকের প্রতিবেদনে জানাবো সেই তথ্যই।
- নিম কাঠের চিরুনির (Neem Wood Comb) মধ্যে এমন বেশ কিছু উপাদান থাকে যেগুলি সংক্রমণ রুখে দিতে পারে। কাজেই স্ক্যাল্পের সংক্রমণ যাতে না হয় তার জন্য নিম কাঠের চিরুনি ব্যবহার করাই শ্রেয়। এতে চুলের গোড়া আরও শক্ত হয়।
- যাদের চুল রুক্ষ শুষ্ক থাকে তাঁরা নিম কাঠের চিরুনি ব্যবহার করতে পারেন । কারণ এই নিম কাঠের চিরুনি ব্যবহার করলে চুলের গোড়ায় পুষ্টি পাওয়া যায় এবং চুল অনেক কোমল হয়।
- যারা প্রতিনিয়ত খুশকির সমস্যায় ভুগছেন তাদের জন্য দারুন কাজ করতে পারে নিম কাঠের চিরুনি। প্লাস্টিক বা ধাতব চিরুনি অনেক সময় স্ক্যাল্প শুষ্ক করে দিতে পারে। যার কারণে চুল উঠতে দেখা যায়। কিন্তু নিম কাঠের চিরুনি ব্যবহার করলে মাথার ত্বকের শুষ্কতা কমে। এই চিরুনি দিয়ে চুল আঁচড়ালে স্ক্যাল্পে প্রাকৃতিক তেল সমান ভাবে ছড়িয়ে যায়।
- কাঠের চিরুনি দিয়ে খুব তাড়াতাড়ি চুলের জট ছাড়ানো যায়। তাই যাদের লম্বা চুল রয়েছে তাদের কাঠের চিরুনি ব্যবহার করাই ভালো।
যে সমস্যার সমাধান করতে পারে না:
কাঠের চিরুনির অনেক রকম গুণ থাকলেও কিছু ক্ষেত্রে কিন্তু এই চিরুনি সাহায্য করতে পারে না। যেমন অনেকেরই চুল পড়ে যাওয়া জিনগত সমস্যা। আর যাদের এই ধরনের জিনগত সমস্যা থাকে তাদের চুল পড়া চিরতরে বন্ধ করতে পারে না কাঠের চিরুনি। তাঁরা যদি নিয়মিত কাঠের চিরুনি ব্যবহার করেন তাহলে চুলের স্বাস্থ্য ভালো থাকবে। পুষ্টি পাবে এবং সার্বিক উন্নতি হবে চুলের। তার দরুন চুল পড়ার হার কিছুটা কমতে পারে। কিন্তু সম্পূর্ণ চুল পড়া বন্ধ হয়ে যাবে এটা নিশ্চিত ভাবে বলা যায় না।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম