।। প্রথম কলকাতা ।।
Hair Spa at Home: ডগা ফাটা, রুক্ষ চুলের সমস্যায় ভুগছেন? না জেনেই নানারকম স্পা করতে ছুটছেন পার্লারে চুলের ভালো করতে গিয়ে ক্ষতি করছেন না তো?জেল্লাদার ঘন চুল পেতে পার্লারে আর হাজার হাজার টাকা খরচ নয়। বাড়িতে স্পা করতে শিখুন খুব সহজ উপায়ে চুল থাকবে ফুরফুরে কীভাবে ? সেই টিপস জানাবো এই প্রতিবেদনে। আপনার চুলের বারোটা বেজে গিয়েছে? চুলের ট্রিটমেন্টের নামে পার্লারে ছুটছেন স্পা করাতে। তবে শুনুন বিশেষজ্ঞদের মতে চুল ভাল রাখতে হেয়ার স্পা-এর তুলনা নেই৷ ক্ষতিগ্রস্ত চুলে চাকচিক্য ফিরিয়ে আনে স্পা। তাই সকলেই জানে যে হেয়ার স্পা চুলের জন্য ভীষণই উপকারী। কিন্তু বাজারি প্রোডাক্ট দিয়ে হেয়ার স্পা করলে অনেক সময় হিতে বিপরীত হয়ে যায়। হ্যা ভুরু কোঁচকাবেন না। তাতে উল্টে চুলের কোন ক্ষতি হচ্ছে জানেন কি?
বিশেষজ্ঞরা বলছেন অনেকই কম খরচে নানারকম স্পা করান সেদিকে ভুলেও ঝুঁকবেন না। পার্লারে চুলের যত্ন নেওয়া ভাল তবে অবশ্য তা উচ্চমাণের সামগ্রী দিয়ে বারবার নানা রাসায়নিকের ব্যবহারে ভবিষতে চুলের বড় ক্ষতি হতে পারে। স্পায়ের কোনও উপকরণ থেকে অ্যালার্জি হতে পারে। স্পায়ের আগে বা পরে হিটিং বা স্টাইলিং উপকরণ ব্যবহার করলে আপনার চুল শেষ। সংবাদমাধ্যমে এমনই দাবি করছেন বিশেষজ্ঞরা।
তবে মহিলাদেরও যেমন হেয়ার স্পা করানোর প্রয়োজন, চুল ভালো রাখতে পুরুষদেরও হেয়ার স্পা করানো উচিত। তবে হেয়ার স্পা করানোর জন্যে সবসময় পার্লারে যাওয়ার প্রয়োজন নেই। কারণ, বাড়িতেও এই ধরনের হেয়ার ট্রিটমেন্ট করা সম্ভব! কীভাবে? দেখুন চুলের জন্যে খুবই উপকারী অলিভ অয়েল। এটি প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে। চুলকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে এই তেল। ক্ষতি থেকে রক্ষা করে। চুলে ভালো করে অলিভ অয়েল মাসাজ করে নিন স্ক্যাল্পে বেশ কিছুক্ষণ মাসাজ করার পরে, ১৫ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করে নিন।
কোঁকড়ানো চুল খুব তাড়াতাড়ি রুক্ষ হয়ে পড়ে। শ্যাম্পু করার কিছু ক্ষণ পরই চুল বাগে আনা মুশকিল হয়ে যায়। একটি পাকা কলা, এক চামচ লেবুর রস, এক চামচ অলিভ অয়েল, দুচামচ টক দই এবং দুতিন ফোঁটা ল্যাভেন্ডার তেল একসঙ্গে মিশিয়ে ভাল করে চুলে মেখে রাখুন। ২০ মিনিট পর শ্যাম্পু করে নিন। কন্ডিশনার ব্যবহার করতে ভুলবেন না। এবার আপনার মনে প্রশ্ন আসতেই পারে কীভাবে বাড়িতে কন্ডিশনার বানাবেন? গ্রিন টি-র পাতা বেটে নিয়ে তার সঙ্গে আধ চা-চামচ লেবুর রস মিশিয়ে তৈরি করে নিতে পারেন কন্ডিশনার। ডিম আর সামান্য নারকেল তেল
দিয়ে হেয়ার মাস্কও বাড়িতে বানানো যায়। চুলের স্বাস্থ্য ভালো রাখতে ব্যবহার করতে পারেন ডিমের মাস্ক। ডিমের সঙ্গে মেশান মধু এবং অলিভ অয়েল
ভাল করে মিশিয়ে পুরো চুলে লাগিয়ে রাখুন ২০ মিনিট। প্রথমে ঈষদুষ্ণ জল দিয়ে চুল ভাল করে ধুয়ে ফেলুন। শেষ বার হালকা কোনও শ্যাম্পু দিন চুলে।
তবে পার্লারে সব হেয়ার স্পা খারাপ নয়। ভালো ফল পেতে গেলে প্রোডাক্টের উপর গুরুত্ব দিন। তাতে ক্ষতি নাও হতে পারে। বর্তমানে এমন অনেক প্রোডাক্ট এসেছে যেখানে ক্ষতিকারক রাসায়নিকের পরিমাণ অনেকটাই কম থাকে। বাড়িতে চুলের যত্ন নিতে চাইলে সেই টিপস তো দিলাম আপনাকে।তবে প্রফেশনালদের হাতে করানো স্পায়ের আরামের অনুভূতি কতটা পাবেন সে বিষয়ে পুরোপুরি নিশ্চিত করে বলা যায় না।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম