।। প্রথম কলকাতা ।।
Weather update: অস্বস্তিকর গরম থেকে স্বস্তি দিতে আজ দুই বঙ্গেই বৃষ্টির পূর্বাভাস। আগামী মঙ্গলবার পর্যন্ত দুই বঙ্গেই বৃষ্টিপাতের পূর্বাভাস হাওয়া অফিসের। বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। নিম্নমুখী হতে পারে তাপমাত্রার পারদ। দুদিন আগেই বঙ্গে প্রবেশ করেছে বর্ষা। যার জেরে টানা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এবার দক্ষিণবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস।
সকাল থেকেই মেঘলা আকাশ কলকাতায়। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৩ শতাংশ। রবিবার সারাদিন বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। যেসব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেগুলি হলো কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, নাদিয়া ও মুর্শিদাবাদে।
উত্তরবঙ্গে আগামী বেশ কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার ভারী বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম