।। প্রথম কলকাতা ।।
Guru Prodosh Vrat 2023: আপনি যদি দেবাদিদেবের ভক্ত হন তাহলে নতুন বছরের ফেব্রুয়ারি মাসের শুরুতেই রয়েছে এক শুভ যোগ। ২ ফেব্রুয়ারি পড়েছে গুরু প্রদোষ ব্রত (Guru Prodosh Vrat)। প্রত্যেক মাসে দুটি করে প্রদোষ ব্রত থাকে। হিন্দু ধর্মে যার গুরুত্ব অপরিসীম। এই ব্রত যদি বৃহস্পতিবার (Thursday) পড়ে তাহলে তাকে বলা হয় গুরু প্রদোষ ব্রত (Guru Prodosh Vrat)। ত্রয়োদশী তিথি প্রতি মাসে দুবার থাকে। একটি শুক্লপক্ষে এবং অপরটি কৃষ্ণপক্ষে। প্রতি মাসের উভয় ত্রয়োদশী তিথিই ভগবান শিবকে উৎসর্গ করা হয়। প্রচলিত আছে, এই তিথি ভগবান ভোলেনাথের খুব প্রিয়। এই দিনে প্রদোষ ব্রত পালন করা হয়। এই দিন ভগবান শিবশঙ্করের অগণিত ভক্তরা নানান নিয়ম মেনে উপবাস ও পুজো করেন। বলা হয় প্রদোষ ব্রতের শুভ সময়ে কোন ভক্ত যদি উপবাস রেখে ভগবান শিব এবং মাতা পার্বতীর আরাধনা করেন তাহলে তিনি বিশেষ আশীর্বাদ লাভ করেন। জীবনের সমস্ত সমস্যার নিরসন ঘটে।
২০২৩ সালের ফেব্রুয়ারি মাসের প্রদোষ ব্রত পালিত হবে ২ তারিখে। হিন্দু ক্যালেন্ডার অনুসারে, গুরু প্রদোষ ব্রত শুরু হচ্ছে ২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার বিকাল ৪টে ২৬ মিনিটে। ব্রতের সময় থাকবে ৩ ফেব্রুয়ারি, শুক্রবার সন্ধ্যা ৬টা ৫৭ মিনিট পর্যন্ত। প্রদোষ ব্রতের সন্ধ্যায় শিবের পুজো করা হয়, তাই গুরু প্রদোষ ব্রত ২ ফেব্রুয়ারি পালন করা হবে। এই দিন পুজোর শুভ মুহুর্ত থাকবে সন্ধ্যা ৬টা ১ মিনিট থেকে ৮টা ৩৮ মিনিট পর্যন্ত।
গুরু প্রদোষ ব্রত এবং পুজো বিধি
গুরু প্রদোষ উপবাসের দিন সকালে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করবেন। তারপর পবিত্র মনে ভগবান শিবকে স্মরণ করে উপবাস ও পুজো করার সংকল্প গ্রহণ করবেন। সন্ধ্যার শুভ সময়ে, যে কোনো শিব মন্দিরে কিংবা বাড়িতে পদ্ধতিগতভাবে ভগবান ভোলেনাথের পুজো করবেন।
পুজোর সময় শিবলিঙ্গকে গঙ্গাজল ও গরুর দুধ দিয়ে স্নান করাবেন। এরপর সাদা চন্দন বাটা অর্পণ করবেন। ভগবান ভোলেনাথকে অক্ষত, বেলপত্র, ভাং, ধতুরা, সাদা ফুল, মধু, চিনি ইত্যাদি নিবেদন করতে পারেন। এই উপকরণ গুলি নিবেদন করার সময়, “ওম নমঃ শিবায়” মন্ত্র জপ করবেন। এই দিন ব্রত পালনের নিয়মের পর শিব চালিসা এবং গুরু প্রদোষ ব্রত কথা পাঠ করা অত্যন্ত শুভ। ব্রত পাঠের পর ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ভগবান শিবের আরতি করবেন। সব নিয়ম শেষে, ক্ষমা প্রার্থনার পাশাপশি পুজো শেষ করার সময়, ভগবান শিবের সামনে আপনার মনের ইচ্ছা প্রকাশ করবেন। ব্রত পালনের পরের দিন সকালে স্নান সেরে আবার শিবের পুজো করবেন। সূর্যোদয়ের পর দিন থাকবে পারণের নিয়ম ।
কথিত আছে, কেউ যদি সমস্ত নিয়ম মেনে গুরু প্রদোষ ব্রত পালন করেন, তাহলে সেই ব্যক্তি গ্রহের দোষ, পাপ আর রোগ থেকে মুক্তি লাভ করেন। এমনকি নিঃসন্তান মানুষের কোল আলো করে আসে ফুটফুটে সন্তান। দেবাদিদেবের আশীর্বাদে সুখ সমৃদ্ধি থেকে ভরে উঠে সংসার, যেখানে দুঃখ কষ্টের ছায়া থাকে না।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম