।। প্রথম কলকাতা ।।
কলকাতার পুজো দেখুন বিলাসবহুল বাসে কিংবা এসি মেট্রোতে। হেঁটে ঠাকুর দেখার দিনশেষ। সামনে সাজানো থাকবে লোভনীয় খাবার। পরিবার কিংবা বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতেই ঘোরা হয়ে যাবে পুজো মণ্ডপ। জলপথেও রয়েছে দুর্দান্ত ব্যবস্থা। গ্রাম বাংলা থেকে শহর কলকাতার অলিগলি, বনেদি থেকে থিম, কলকাতার পুজো পরিক্রমা হবে আরামদায়ক। মাথাপিছু খরচ কত? কবে কোথা থেকে বাস ছাড়বে? আপনি যদি প্যান্ডেল হপিং ভীষণ ভালোবাসেন তাহলে এই রিপোর্ট শুধু আপনার জন্য। মিস করবেন না।
পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দফতর পুজোপ্রেমীদের জন্য নিয়ে এসেছে দুর্দান্ত প্যাকেজ। উত্তর থেকে দক্ষিণ কলকাতা, একটা যানে চাপলেই গোটা তিলোত্তমার মণ্ডপ দর্শন কোন ব্যাপারই নয়। বলছি ঐতিহ্যের গন্ধ মেশানো ট্রামের কথা। রাজ্যের পরিবহন দফতর এবছর পুজোয় ঘোরাফেরার জন্য ব্যবস্থা করেছে এসি ট্রামের। ছাড়বে শ্যামবাজার থেকে। যাত্রা শেষ করবে বালিগঞ্জে এসে। কে কোথায় ঠাকুর দেখতে চান সেই অনুযায়ী রয়েছে প্যাকেজের লিস্ট। মাথাপিছু খরচ প্রায় ৬০০ টাকা। শুধু ট্রামে করে ঘোরাই নয়, সাথে থাকবে লোভনীয় স্ন্যাক্স থেকে শুরু করে চা কফি। জমিয়ে আড্ডা দিতে পারবেন। শোনা যাচ্ছে, ট্রাম চলবে, সপ্তমী অষ্টমী নবমী, পুজোর এই তিন দিন। কিন্তু মাঝপথে কেউ ট্রামে উঠতে পারবেন না। ট্রাম যাত্রা শুরু হবে সকাল ১০:০০ টায়।
পুজো প্রেমীদের জন্য রয়েছে আর একটা সুখবর। শুনলে মন ভালো হয়ে যাবে। বিলাসবহুল বাসে করে দর্শন করতে পারবেন কলকাতার বিখ্যাত পুজো মণ্ডপ। মাঝপথে গাড়ি থেকে কোথাও নামতে হবে না কিংবা অন্য গাড়িতে ওঠার কোন ঝামেলা নেই। বাসগুলি ছাড়বে সপ্তমী এবং নবমীতে।
বারাসাত থেকে একটি বাস ছাড়বে। ভাড়া মাথাপিছু প্রায় ১৯০০ টাকা। আর এসপ্ল্যানেড থেকে যে বাসটা ছাড়বে তার ভাড়া মাথাপিছু ১৮০০ টাকা। সকাল নটা নাগাদ বাসে চাপলে সারাদিন আরামে দেখতে পারবেন কলকাতার ঠাকুর। বাসেই থাকবে লোভনীয় স্বাদের সব খাবার। শুধু থিম নয়, একই সাথে ভ্রমণ করতে পারবেন বনের বাড়ির পুজো। তার জন্য রয়েছে আলাদা এসি ভলভো বাস। যেগুলি ছাড়বে সপ্তমী অষ্টমী এবং নবমীতে। শিশুদের ক্ষেত্রে ভাড়ায় একটু ছাড় রয়েছে।
আর যদি ভেসেলে করে অর্থাৎ জলপথে উত্তর কলকাতার ঠাকুর দেখতে চান, সেক্ষেত্রে খরচ ৭৫০ টাকা। ভেসেল ছাড়বে সকাল ১১টায় মিলিনিয়াম পার্ক থেকে।
কামারপুর জয়রামবাটীর পুজো দেখতে গেলে আপনাকে অষ্টমীর দিন চলে যেতে হবে এসপ্ল্যানেড। সেখানে ভোর পাঁচটায় এবং বারাসাত থেকে ভোর চারটে নাগাদ একটা বাস ছাড়বে।
এক কথায় ফাটাফাটি পুজো গাইড। পাবেন সকাল বিকেল দুপুরের লোভনীয় খাবার। দর্শন করতে পারবেন শোভাবাজার রাজবাড়ি থেকে শুরু করে বেলুড় মঠ সহ একগুচ্ছ বনেদি বাড়ির পুজো। বিস্তারিত জানার জন্য আপনি ডব্লিউবিটিসির ওয়েবসাইট দেখতে পারেন। সেখানে পিডিএফ আকারে সমস্ত গাইডলাইন দেওয়া রয়েছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম