।। প্রথম কলকাতা ।।
7th Pay Commission DA Hike: কেন্দ্রীয় সরকারি কর্মীরা বহুদিন ধরে অপেক্ষায় ছিলেন। সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। মার্চের শুরুতে কেন্দ্রীয় সরকার ডিএ (DA) বৃদ্ধির ঘোষণা করতে পারে। এক্ষেত্রে ডিএ বৃদ্ধি পেয়ে পৌঁছাবে প্রায় ৪২ শতাংশে। অপরদিকে পেনশনভোগীদের ক্ষেত্রে ডিআর (DR) বৃদ্ধি পাবে। এক ধাক্কায় অনেকটা বাড়তে চলেছে ডিএ। কেন্দ্রীয় সরকারি কর্মীদের পাশাপাশি একই সুবিধা পেতে চলেছেন পেনশনভোগীরাও। ডিএ ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৮ শতাংশ থেকে ৪২ শতাংশ হতে পারে।
বর্তমানে পেনশনভোগীরা ৩৮ শতাংশ ডিয়ারনেস রিলিফ পাচ্ছেন। যা ৪ শতাংশ বৃদ্ধি পেতে চলেছে। অপরদিকে একই হারে ডিএ বাড়তে চলেছে। বহুদিন ধরেই কেন্দ্রীয় সরকারি কর্মীরা ডিএ বৃদ্ধির অপেক্ষায় ছিলেন। অনেকেই এই খবরে উচ্ছ্বসিত। সরকারি কর্মীদের পাশাপাশি পেনশনভোগীরাও একই হারে ডিআর বা ডিয়ারনেস রিলিফ(Dearness Relief) পাবেন।
ডিএ আর ডিআর কত শতাংশ বৃদ্ধি করা হবে সেই বিষয়ক একটি নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। প্রতিমাসে কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের অধীনে শ্রমব্যুর কর্মীদের ক্ষেত্রে একটি উপভোক্তা মূল্য সূচক প্রকাশ করে থাকে। যার উপর ভিত্তি করে ঠিক কত শতাংশ ডিএ কিংবা ডিআর বৃদ্ধি করা যাবে তা নির্ধারণ করা হয়। সংবাদ সংস্থা পিটিআইয়ের একটি প্রতিবেদন অনুযায়ী, এই উপভোক্তা মূল্য সূচক প্রকাশ করা হয়েছে ২০২৩ সালের ৩১ শে জানুয়ারি। সেক্ষেত্রে ডিএ বাড়তে পারে প্রায় ৪.২৩ শতাংশ। যেহেতু কেন্দ্রীয় সরকার দশমিকে ডিএ বৃদ্ধি করে না, তাই ডিএ বাড়ার সম্ভাবনা প্রায় ৪ শতাংশ। এখন ডিএ পাওয়া যাচ্ছে ৩৮ শতাংশ। যদি ডিএ বৃদ্ধি পায় তাহলে তা বেড়ে দাঁড়াবে ৪২ শতাংশ, এমনটাই জানিয়েছেন অল ইন্ডিয়ার রেলওয়েমেন ফেডারেশনের সাধারণ সম্পাদক শিবগোপাল মিশ্র।
হয়ত মার্চের প্রথম সপ্তাহতেই ডিএ আর ডিআর বৃদ্ধি সংক্রান্ত নতুন ঘোষণা আসতে পারে। বর্তমানে প্রায় এক কোটির বেশি সরকারি কর্মচারী আর পেনশনভোগী ৩৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। সর্বশেষ মহার্ঘ ভাতা বৃদ্ধি হয়েছিল গত বছরের সেপ্টেম্বরে। তখনও ডিএ বৃদ্ধি হয়েছিল ৪ শতাংশ।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম