।। প্রথম কলকাতা ।।
দুর্দান্ত সুখবর। বাংলাদেশ থেকে টন টন ইলিশ আসবে ভারতে। আরো দ্বিগুণ হবে পুজোর আনন্দ। পুজোর সময় বাঙালির পাতে ইলিশ না থাকলে, শোনা যায় মন খারাপের সুর। এই মুহূর্তে কলকাতার বাজারে যে ইলিশ নেই এমনটা নয়। দীঘা, ডায়মন্ড হারবার থেকে প্রচুর ইলিশ কলকাতার বাজারের ছেয়ে গেছে। কিন্তু পদ্মার ইলিশ বলে কথা। তার স্বাদই আলাদা। পুজো উপলক্ষ্যে বাংলাদেশ ভারতের রপ্তানি করবে প্রচুর ইলিশ।
একটা সময় ছিল যখন বাংলাদেশ থেকে প্রত্যেক বছর হাজার হাজার টন ইলিশ আসত এপার বাংলায়। কিন্তু বিগত ১১ বছর ইলিশ রপ্তানিতে বাংলাদেশ চাপিয়েছে নিষেধাজ্ঞা। যদিও উৎসব পার্বণে বাংলাদেশ প্রচুর পরিমাণে ইলিশ ভারতে পাঠায়। কিন্তু তা অনিয়মিত। পুজোর আগেই কলকাতা ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের কাছে প্রায় পাঁচ হাজার টন ইলিশ পেতে আবেদন করে। গত বছরও পুজোর সময় প্রায় ২৯০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন করা হলেও, কলকাতায় এসে পৌঁছায় ১৩০০ মেট্রিক টন ইলিশ। কলকাতার এই সংস্থা বাংলাদেশের উপ হাইকমিশনেরকে চিঠির মাধ্যমে বিষয়টা জানায়। বলা হয়, পদ্মার ইলিশ শুধুমাত্র রপ্তানিযোগ্য কোনো সুস্বাদু মাছ নয়। এটা কলকাতার কাছে বহু মূল্যবান উপহার, যা পাঠানো হয় ঢাকা থেকে।
তারপর থেকেই আশায় দিন গুনছিলেন কলকাতার বাঙালি। অবশেষে শোনা গেল সেই সুখবর। বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় ইতিমধ্যেই প্রায় ৩,৯৫০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে। অর্থাৎ দুর্গাপুজো উপলক্ষ্যে বাংলাদেশ থেকে আসবে প্রায় চার হাজার টন ইলিশ।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম