।। প্রথম কলকাতা ।।
Bajaj Qute: আপনি যদি খুব সস্তায় আরামদায়ক কোন গাড়ির খোঁজ করেন তাহলে সামনে রয়েছে দুর্দান্ত এক সুযোগ। চার চাকার গাড়ির স্বপ্ন থাকলেও অনেকের সাধ্যে কুলায় না। এবার তাদের জন্য বাজাজ নিয়ে এল এক ফাটাফাটি গাড়ি। এটি নামেও যেমন কাজও তেমন দুর্দান্ত। দেখতেও অসাধারণ। এই পুঁচকে সুন্দর গাড়িটি ৫ বছর আগে বাজারে এসেছিল। এখন নতুন রূপে সেটি সামনে এসেছে। আগে শুধুমাত্র বাণিজ্যিক ক্ষেত্রে এই গাড়ি কেনা যেত। কিন্তু এখন দেশের সাধারণ নাগরিকরা এটি কিনতে পারবেন। পাশাপাশি রয়েছে ফাটাফাটি কিছু আপডেট ।
ভারতে সস্তা গাড়ির চাহিদা মেটাতে টাটা কোম্পানি সাধারণ মানুষের জন্য টাটা ন্যানো লঞ্চ করেছে। অপরদিকে মারুতির অল্টোও সস্তা গাড়ি হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে। এই পর্বে আরও একটি গাড়ি যুক্ত হতে চলেছে। জনপ্রিয় টু হুইলার কোম্পানি Bajaj বাজারে Bajaj Qute লঞ্চ করেছে। Bajaj Qute একটি কোয়াড্রিসাইকেল সেগমেন্টের গাড়ি। এই অংশটি থ্রি-হুইলার এবং ফোর-হুইলারের মধ্যে স্থাপন করা হয়েছে। যার কারণে সংস্থাটি এটি চালু করতে দীর্ঘ সময় নিয়েছে। এটি প্রথম ২০১৮ সালে চালু হয়েছিল। বাজাজ এটিকে অটোরিকশার বিকল্প হিসেবে এনেছে এবং এর দাম ছিল ২.৮৪ লক্ষ টাকা। এই গাড়িটিতে ৩ জনের বসার সুবিধা রয়েছে। বিশেষ বিষয় হল এতে ছাদ দেওয়া হয়েছে। এছাড়াও রয়েছে আরামদায়ক রাইডিং এবং উন্নত সুরক্ষা ব্যবস্থা।
প্রাইভেট/নন-ট্রান্সপোর্ট ক্যাটাগরিতে Qute-এর অনুমোদন পেয়েছে। গাড়ির সর্বোচ্চ গতি আপাতত প্রতি ঘণ্টায় ৭০ কিমি। এর শক্তি ১০.৮ এইচপি থেকে বেড়ে হয়েছে ১২.৮ বেড়েছে। অনেকে এই গাড়িকে বাজাজ কিউট কারের নতুন অবতার বলে মনে করছেন। আপডেট হওয়ার পর এখন এর ওজনও প্রায় ১৭ কেজি বেড়েছে। এই গাড়িটি পেট্রোল এবং সিএনজি উভয় বিকল্পেই পাওয়া যাবে । পেট্রোল ইঞ্জিনে এর ওজন ৪৫১ কেজি এবং সিএনজি সহ ৫০০ কেজি। গাড়িটিতে চালকসহ ৪ জনের বসার ব্যবস্থা থাকবে। আমরা আপনাকে বলি যে Bajaj Qute 4W-তে একটি ২১৬সিসি সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন দেওয়া হয়েছে, যা ১০.৮ হর্সপাওয়ার এবং ১৬.১ এনএম টর্ক জেনারেট করে।