।। প্রথম কলকাতা ।।
PM Kisan FPO Yojana: কোন কৃষক যদি নতুন করে কৃষি ব্যবসা শুরু করতে চান তাহলে সামনে রয়েছে দুর্দান্ত সুযোগ। সরকারি তরফ থেকে পেতে পারেন ১৫ লক্ষ টাকা। কিষান যোজনা সুবিধা ভোগীদের জন্য সরকার দারুণ সুবিধা দিতে চলেছে। যার কারণে মোটা অঙ্কের টাকা আপনি পেতে পারেন। কেন্দ্রীয় সরকার( Central Government) কৃষকদের আয় বাড়াতে বড়সড় পদক্ষেপ নিয়েছে। Zee News-এর সূত্র অনুযায়ী, পিএম কিষান এফপিও যোজনার(PM Kisan FPO Yojana) অধীনে কৃষকরা এই সুবিধা পাবেন।
এফপিও মানে কৃষক উৎপাদক সংস্থা, এটি কৃষকদের একটি দল। যারা কোম্পানির আইনের অধীনে নিবন্ধিত এবং কৃষি উৎপাদন মূলক কাজকে এগিয়ে নিয়ে যাবে। সরকারি লক্ষ্য অনুযায়ী, আগামী পাঁচ বছরে পিএম কিষান এফপিও যোজনার খরচ হবে প্রায় পাঁচ হাজার কোটি টাকা। এফপিও অর্থাৎ কৃষক উৎপাদক সংস্থা কৃষকদের একটি দল, যারা কৃষি উৎপাদনশীল কাজে নিয়োজিত বা কৃষি সম্পর্কিত বাণিজ্যিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই প্রকল্পের অধীনে, কৃষকদের নিজস্ব একটি গ্রুপ তৈরি করতে হবে। গ্রুপ তৈরি করার পর সেটি একটি কোম্পানি আইনে নিবন্ধিত হতে পারে। পিএম কিষান এফপিও যোজনা নিবন্ধিত হওয়ার পর কৃষকদের সামনে খুলে যাবে বড়সড় সুবিধার দরজা। যার ফলে তারা সহজে সার, বীজ, কৃষি সরঞ্জাম সহ নানান জিনিস কিনতে পারবেন। পাশাপাশি কৃষকরা খুব সস্তায় পরিষেবা পাবেন।
এই প্রকল্পের অধীনে কৃষকরা তাদের উৎপাদিত উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাবেন। পাঁচ বছরের মধ্যে সরকার প্রায় ১০০০০টি নতুন কৃষি উৎপাদক সংস্থা খুলতে চলেছে। কৃষকদের দ্বারা তৈরি এই সংগঠনে ন্যূনতম ১০ জন থেকে ১০০০ জন কৃষক যুক্ত হতে পারেন। এই সংগঠনে অংশ গ্রহণ করতে আপনাকে Csc Vle এর কৃষক হওয়া জরুরি।
কীভাবে আবেদন করবেন?
প্রথমে জাতীয় কৃষি বাজারের অফিশিয়াল ওয়েবসাইট যাবেন। সেখানে এফপিও অপশনে ক্লিক করবেন। তারপর দেখতে পাবেন রেজিস্ট্রেশন অপশন। সেখানে রেজিস্ট্রেশন ফর্মে চাওয়া তথ্য সঠিকভাবে পূরণ করবেন। আপলোড করতে হবে পাসবুক এবং আইডি প্রুফ। লগইন করার জন্য যেতে হবে ন্যাশনাল এগ্রিকালচার মার্কেটের অফিসিয়াল ওয়েবসাইটে। এফপিওর অপশনে গিয়ে লগইন অপশনে ক্লিক করবেন, দেখবেন খুলে যাবে একটি লগইন ফর্ম। ইউজারনেম, পাসওয়ার্ড আর ক্যাপচা কোড দিলেই আপনি লগইন করতে পারবেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম