।। প্রথম কলকাতা ।।
Corona Guidelines India: চীন (China) সহ বিশ্বের কয়েকটি দেশে ওমিক্রনের (Omicron) বিএফ.৭ (BF.7) সাব-ভ্যারিয়েন্ট দাপট শুরু করতেই সতর্ক ভারত সরকার। বেশ কয়েকটি রাজ্যে রীতিমত করোনা সংক্রান্ত গাইডলাইন জারি হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য মঙ্গলবার সফদরজং হাসপাতালে (Safdarjung Hospital) পরিদর্শন করবেন। সোমবার ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের চিকিৎসকদের সঙ্গে এক বৈঠকে মন্ত্রী জানিয়েছেন, এই মহামারী রুখতে পূর্বের অভিজ্ঞতার ভিত্তিতে বেশ কয়েকটি বিষয়ে অনুশীলন করা হচ্ছে। তার মধ্যে অন্যতম হল মক ড্রিল, যা মঙ্গলবার সারাদেশে ঘটবে। এই অনুশীলনটি সমস্ত জেলার স্বাস্থ্য সুবিধার প্রাপ্যতা, বেড সংখ্যা, অক্সিজেন সমর্থিত শয্যা, আইসিইউ বেড, ভেন্টিলেটর সমর্থিত বেড, চিকিৎসক, নার্স, প্যারামেডিক প্রভৃতি ক্ষেত্রে সর্বোত্তম প্রাপ্যতার বিষয়গুলিকে ফোকাস করবে। বিশ্বের কয়েকটি দেশে কোভিড মামলা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য দিল্লি সরকারি কর্মকর্তারা শহরের বিভিন্ন হাসপাতালে পরিদর্শন শুরু করেছেন।
এই নতুন ভ্যারিয়েন্টে সতর্ক হয়ে ইতিমধ্যেই কর্ণাটক সরকার কিছু কোভিড গাইডলাইন (COVID Guidelines) জারি করেছে। যেখানে বলা হয়েছে, রাত ১ টার পর নিউ ইয়ার উদযাপন করা যাবে না। সিনেমা হল, রেস্তোরাঁ, স্কুল, কলেজসহ বদ্ধ জায়গায় মাস্ক পরা বাধ্যতামূলক। যে কোন অনুষ্ঠানে আসন সংখ্যার বেশি দর্শক উপস্থিত থাকা যাবে না। বিশেষ করে অন্তঃসত্ত্বা, বৃদ্ধ, অসুস্থ এবং শিশুদের ভিড় এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
বৈষ্ণোদেবী মন্দিরেও নতুন বছরকে ঘিরে শুরু হয়েছে নতুন প্রস্তুতি। যেখানে বলা হয়েছে যাত্রীদের মাস্ক পরা আবশ্যক। খাজুরাহো বিমানবন্দরের স্ক্রিনিং করা হবে যাত্রীদের। ইতিমধ্যেই মধ্যপ্রদেশের জেলা হাসপাতাল গুলিতে কোভিড ডেডিকেটেড আইসোলেশন ওয়ার্ড এবং আইসিইউ প্রস্তুত করা হচ্ছে। এছাড়াও সামাজিক দূরত্ব বজায় রাখা এবং মাস্ক পরার আহ্বান জানিয়েছে মধ্যপ্রদেশ সরকার। কোভিড সংক্রমণ মোকাবিলা করতে পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে জম্মু ও কাশ্মীর। এমনটাই জানিয়েছে জম্মু-প্রশাসন। ইতিমধ্যেই জম্মু এবং কাশ্মীরে জিনোম সিকোয়েন্সিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। কোন ব্যক্তির যদি করোনার উপসর্গ দেখা দেয় তাহলে অবিলম্বে পরীক্ষা করতে বলা হয়েছে। মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরেও বাড়ানো হয়েছে নজরদারি।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম