।। প্রথম কলকাতা।।
Adventure Tourism Act: ভ্রমণপ্রিয় মানুষেরা তাদের ভ্রমণের পথে কিছুটা অ্যাডভেঞ্চারের রসদ খুঁজে নেওয়ার চেষ্টা করেন। অনেকে আবার শান্ত জায়গার থেকে দুর্গম জায়গায় বেড়াতে যেতে পছন্দ করেন। এই অ্যাডভেঞ্চার ট্যুরিজমের চক্করে বর্তমানে দুর্ঘটনাও বাড়ছে সেইভাবে । তাই এবিষয়ে কড়া নজরদারি এবং নিয়ন্ত্রণ রাখতে চাইছে কেন্দ্র । সেই উদ্দেশ্যেই পর্যটন মন্ত্রকের তরফ থেকে একটি নতুন আইন তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই অ্যাডভেঞ্চার ট্যুরিজম রেগুলেশন অ্যাক্ট ২০২২ এর খসড়া তৈরি হয়ে গিয়েছে। এবার বিভিন্ন রাজ্যকে এবিষয়ে মতামত জানাতে বলা হয়েছে কেন্দ্রের তরফ থেকে।
সরকারি সূত্রে পাওয়া খবর অনুযায়ী, এই খসড়াটি কেন্দ্রীয় সরকারের নোডাল এজেন্সি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট তৈরি করেছে গত অক্টোবর মাসেই । পশ্চিমবঙ্গসহ অন্যান্য রাজ্যের সরকারের কাছেও এই খসড়াটি পাঠিয়ে দেওয়া হয় নভেম্বর মাসের শুরুর দিকে। প্রত্যেকটি রাজ্যকেই এই বিষয়ে নিজের মতামত জানাতে হবে। এছাড়াও কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে রাজ্যগুলি নিজস্ব অ্যাডভেঞ্চার আইন রাখতেই পারে। তবে তারপরেও গোটা দেশে এই সংক্রান্ত নতুন আইন বলবৎ করার প্রয়োজনীয়তা অনুভব করেছে কেন্দ্র।
সমস্ত রাজ্যের মতামত মিললে সম্ভবত ২০২৩ সালের শুরুর দিকে দেশজুড়ে নতুন নির্দেশিকা জারি হতে পারে অ্যাডভেঞ্চার ট্যুরিজমকে কেন্দ্র করে। এই খসড়ায় জানানো হয়েছে, এবার বিভিন্ন টুরিস্ট স্পটে ট্যুর অপারেটরদের নিজেদের সংস্থার নথিভুক্তিকরণ করতে হবে সরকারিভাবে । এছাড়াও তাদের কাছে যথেষ্ট পরিকাঠামো , সরঞ্জাম প্রভৃতি রয়েছে কিনা তার নির্দিষ্ট সময় অন্তর অন্তর আপডেট নবীকরণ করতে হবে। এছাড়াও এই আইনে রাজ্য সরকারের নিয়ন্ত্রনাধীনে অ্যাডভেঞ্চার সেফটি অডিট বোর্ড গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে । সেখানে কোন পর্যটন সংস্থা যদি আইন ভাঙে তবে জরিমানা সহ শাস্তির ব্যবস্থাও থাকবে।
এই আইনের মূল উদ্দেশ্যই হল দেশ এবং বিদেশের পর্যটকদের সুরক্ষিত অ্যাডভেঞ্চার ট্যুরিজম উপহার দেওয়া । দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্র থেকে শুরু করে এই রাজ্যের পার্বত্য অঞ্চল এবং সমুদ্র সৈকতে এর আগে বহু দুর্ঘটনা ঘটে গিয়েছে । তাঁর পুনরাবৃত্তি যাতে কোন ভাবেই না ঘটে, সে ক্ষেত্রে বিশেষ সতর্ক রাজ্য সরকারও।