।। প্রথম কলকাতা ।।
সিনেমা হলের সুবিধা এখন বাড়িতে বসেই মিলবে। স্মার্ট ফোনের স্মার্ট টিভিতেও যে ভাবে নতুন নতুন ফিচার যোগ করছে অ্যান্ড্রয়েড তাতে এমনটা মনে করছে অনেকে। টেক জায়েন্ট গুগল (Google) জানিয়েছে, এবার স্মার্ট টিভিতে Android 13 আপডেট রোল আউট শুরু হয়েছে। এই Android 13 গত অগাস্ট মাসেই নিয়ে এসেছিলো গুগল। বেশ কয়েকটি স্মার্টফোনে ইতিমধ্যে সেই আপডেট পৌঁছে গিয়েছে। কয়েক মাস না যেতেই এবার স্মার্ট টিভির জন্যও এই আপডেট দিতে প্রস্তুত গুগল।
Android 13 স্মার্ট টিভিতে কি কি নতুন ফাচার্স মিলবে?
গুগল একটি ব্লগ পোস্টে জানিয়েছে, এই নতুন আপডেটটি বড় স্ক্রিনের জন্য নতুন এপিআই (অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস) যুক্ত। আরো ভালো প্লেব্যাক অভিজ্ঞতার জন্য ইউজাররা HDMI সোর্স ডিভাইসে ডিফল্ট রেজোলিউশন এবং রিফ্রেশ রেট পছন্দ মতো পরিবর্তন করতে পারবে।
Android 13 টিভি 13 টিভি টিভি ডঙ্গল (TV Dongle) সহ অন্যান্য HDMI সোর্স ডিভাইসগুলিকে শক্তি সঞ্চয় করতেও সাহায্য করবে। পাশাপাশি এই আপডেটে কীবোর্ড লেআউটেরও সাপোর্ট পাওয়া যাবে। Android 13 আপডেটের ফলে স্মার্ট টিভির রিমোটগুলিতে গুগল অ্যাসিস্ট্যান্ট মাইক্রোফোন অ্যাক্সেসের জন্য নতুন ইউজার কন্ট্রোল পাওয়া যাবে।
টিভি ডিভাইসগুলিতে নতুন বৈশিষ্ট্য যোগ হওয়ার পাশাপাশি সেগুলি কাস্টমাইজ করারও সুযোগ থাকবে। যার মাধ্যমে টিভি দেখার অভিজ্ঞতা অনেকটা পাল্টাবে বলে দাবি
কবে স্মার্ট টিভিতে আসবে Android 13 রোলআউট?
গুগল জানিয়েছে, ইউজারদের সুবিধার্থে ডেভলপাররা ইতিমধ্যে তাদের চূড়ান্ত প্রস্তুতি সেরে নিয়েছে। এই মুহূর্তে এই আপডেট কেবল ডেভলপাররাই অ্যাক্সেস করতে পারবে। সাধারণদের জন্য এই আপডেট ২০২৩ সাল থেকে পাওয়া শুরু হবে।