।। প্রথম কলকাতা ।।
Train Accident: আবারও ট্রেন দুর্ঘটনার খবর সামনে এল। সকাল সকাল মালগাড়ি উলটে যাওয়ার খবর শিরোনামে উঠে এল। মালগাড়ি ট্রেন উল্টে বিপত্তি ঘটলো, আর যার জেরে বন্ধ ট্রেন হল চলাচল! শনিবার ভোর সাড়ে ৫টার সময় কাটোয়াগামী একটি মালগাড়ির চাকা রেল লাইন থেকে পড়ে যায়। এর জেরে কালনা এবং কাটোয়া শাখায় আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে ২ ঘণ্টা। ব্য়ান্ডেল কাটোয়া শাখায় ট্রেন বিভ্রাট ঘটে। কালনার কাছে রংপাড়ায় লাইনচ্য়ুত হয় মালগাড়িটি। আর এর জেরে চরম দুর্ভোগের স্বীকার হন নিত্য ট্রেনযাত্রীরা।
উল্লেখ্য, সকাল থেকেই পূর্ব বর্ধমানের কালনা এবং কাটোয়া শাখার আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ। শনিবার এবং আগামিকাল রবিবার শিয়ালদা শাখার একাধিক রুটের বেশ কয়েকটি লোকাল ট্রেন বন্ধ। এছাড়া সংস্কারের কাজ চলবে বর্ধমান-হাওড়া কর্ড শাখাতেও। যার জেরে স্বাভাবিক থাকবে না ট্রেন চলাচল। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, বৃষ্টিতে মাটি আলগা হয়ে যাওয়াতেই এই বিপত্তি। কাটোয়া ও নবদ্বীপের রেলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেন।
প্রসঙ্গত, দিন দু আগেই লোকাল ট্রেন হাওড়ায় লাইনচ্যুত হয়। টিকিয়াপাড়ায় ট্র্যাক বদল করার সময় লাইনচ্যুত হয়ে যায় ট্রেনের একটি বগি। ট্রেনের গতি কম থাকায় বড় দুর্ঘটনার থেকে রক্ষা পাওয়া যায়। তবে আজকের এই মালগাড়ি লাইনচ্যুত হয়ে যাওয়ার কারণে অনেকটাই সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম