।। প্রথম কলকাতা ।।
Rafiath Rashid Mithila: দুই বাংলাতেই সমানভাবে জনপ্রিয় ও পরিচিত তিনি। তাঁর অভিনয় সমালোচকদের কাছে প্রশংসিত হয়েছে। ভক্ত সংখ্যাও তাঁর কম কিছু নয়। তবে এবার অভিনয়ের জায়গায় নিজের কথা দিয়ে দর্শকদের মন কাড়তে চলেছেন মিথিলা। কিন্তু কীভাবে? কোথায় শোনা যাবে তাঁর কন্ঠ? ভারতের জনপ্রিয় রেডিও স্টেশন রেডিও মিরচি। আর এখানকার জনপ্রিয় অনুষ্ঠান ‘Sunday Suspense’। সাল ২০০৯ থেকে শ্রোতাদের মন কেড়েছে এই জনপ্রিয় অনুষ্ঠানটি। এবার এই প্ল্যাটফর্মে নিজের ছাপ রাখলেন বাংলাদেশের রাফিয়াত রশিদ মিথিলা (Rafiath Rashid Mithila)।
উল্লেখ্য, শমীতা দাশগুপ্তর লেখা ‘মৌমাছির শোক’-এ কন্ঠ দিয়েছেন অভিনেত্রী। নাটকটি আজ রবিবার রাত ১টার দিকে প্রচার হবে। এই প্রথম রেডিও নাটকে কাজ করেছেন মিথিলা। ‘সময়’ টিভি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন, রেডিওতে এর আগে হোস্ট হিসেবে কাজ করলেও নাটকে এটাই তাঁর প্রথম। কিন্তু সিনেমার ডাবিংয়ের সময় গলার স্বর আর অভিব্যক্তি দিয়ে পুরো বিষয়টা বোঝাতে হয়। আর সেই অভিজ্ঞতাই কাজে লেগেছে রেডিও নাটকে। চ্যালেঞ্জ থাকলেও কাজটি বেশ উপভোগ করেছেন তিনি। ভবিষ্যতে সুযোগ পেলে এরকম কাজ আরও করার ইচ্ছে রয়েছে তাঁর।
নাটকটির গল্প তিন জন নারীকে কেন্দ্র করে। আর অভিনেত্রী যে চরিত্রে কাজ করেছেন, তাঁর নাম রোকসানা। অভিবাসী একজন নারীর চরিত্রে কন্ঠ দিয়েছেন তিনি। এদিকে তাঁর অভিনীত দু’খানা সিনেমা কলকাতায় মুক্তির অপেক্ষায় রয়েছে। পাশাপাশি কিছু ওয়েব সিরিজও রয়েছে। সম্প্রতি ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’-এর কাজ শেষ করেছেন। এবার অন্যভাবে তাঁকে পেতে চলেছেন তাঁর ভক্তরা। সকলেই তাঁকে শোনার জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম