।। প্রথম কলকাতা ।।
DEV: যে রঘু ডাকাতের কথা শুনে মানুষ থরহরিকম্প হত। সেই রঘু ডাকাতের চরিত্রেই এবার আপনার প্রিয় তারকা দেব। কী মনে হয় আপনার? তিনি কি ফাটিয়ে অভিনয় করতে পারবেন? কতটা মানাবে দেবকে রঘু ডাকাতের চরিত্রে? তার নতুন লুকটা আপনি দেখেছেন কি? আসন্ন ছবি নিয়ে ভক্তদের উন্মাদনা কিন্তু ভালোই।
যোগেন্দ্রনাথ গুপ্তের লেখা রঘু ডাকাতের রোমাঞ্চকর গল্প শুনে শুনেই তো আমরা বড় হয়েছি। রঘু ডাকাত হচ্ছেন সেই ডাকাত যার ভয়ে, থরহরি কাঁপত ব্রিটিশরাও। বলা হয় একটা সময় রঘু ডাকাতের দাপটে বাংলায় বাঘে-গরুতে একসঙ্গে জল খেত। আচ্ছা বাস্তব জীবনে কেমন ছিলেন ব্রিটিশদের ত্রাস এই রঘু ডাকাত? কোনও দিন তাকে পর্দায় ধরলে কেমন হবে? আপনি কখনও ভেবেছেন কী? সেটা কিন্তু ভেবেছেন সুপারস্টার দেব। আর সেই ভাবনা থেকেই তিনি আনছেন রঘু ডাকাতের জ্বলন্ত কাহিনী।
দেব মানেই একটা ফ্যান্টাসী। দেব সম্পর্কে যত বলা যায় ততই হয়ত কম। তার যে সাধারণভাবে সাধারণ মানুষ হয়ে সকলের মধ্যে মিশে থাকার গুণ, সেটা বঙ্গতনয়া কেন, বঙ্গতনয়দেরও মুগ্ধ করে। আর সেরকমভাবেই দেব এবার একটা ফাটাফাটি লুকে আসতে যাচ্ছে। আর তাও কী না, রঘু ডাকাতের চরিত্রে।
এমনিতেও এক্সাইটেড তো দেব বটেই। আচ্ছা আপনিও কি এক্সাইটেড? এমনিও গত কয়েকদিন ধরেই দেবের নয়া লুক বেশ চর্চায়। কখনও ওভারসাইজড টিশার্ট, কখনও শার্টের সঙ্গে মানানসই উত্তরীয়। তবে নজর কাড়ছিল তার একমাথা ঝাঁকড়া চুল। আসলে রাফ অ্যান্ড টাফ দেবকে এই লুকে দেখে মানুষ কিছুটা অবাকই হয়েছিল। ললনারা তার নয়া রূপে মুগ্ধ হলেও টলিউড প্রশ্ন তুলেছে, হঠাৎ এমন ভোলবদল? এমনিই? না না একেবারেই সেটা নয়। সিনেপাড়ার গোপন তথ্য, শীঘ্রই রঘু ডাকাত হয়ে ধরা দিতে চলেছেন তিনি। কবে আসছে ছবি? কী তার গল্প?
আসলে পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় দেবকে নিয়ে ‘রঘু ডাকাত’র গল্প বলতে আসছেন এ খবর নতুন নয়। ছবির ঘোষণা বহু আগেই হয়েছে। তবে এতদিন নানা কারণে ছবির শুটিং শুরু হয়নি। তবে এবার আর গড়িমসি নয়। শোনা যাচ্ছে আগামী নভেম্বর থেকেই শুরু হয়ে যাবে ছবির শুটিং। আর এই এক মাথা ঝাঁকড়া চুলই নাকি রঘু ডাকাত হয়ে ওঠার প্রথম পদক্ষেপ।
শোনা যাচ্ছে ‘লার্জার দ্যান লাইফ’ এই চরিত্রটিকে জীবন্ত করে তুলতে কোনও খামতিই রাখতে চাইছেন না দেব। চরিত্রটি আসলেই বাস্তব কি না সেটা নিয়ে বহু বিতর্ক থাকলেও, মানুষ বিশ্বাস করেন তিনি ছিলেন। বিশ্বাস করা হয়, ব্রিটিশদের ত্রাস হলেও এই ডাকাত রাজা ছিলেন গরিব দুঃখীদের মসীহা। অষ্টাদশ শতাব্দীর সময়কালে বাংলার সাধারণ মানুষের প্রতি হওয়া নিপীড়ন আর অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন তিনি। যে কারণে তাকে নিয়ে আজও মানুষের কৌতূহলের শেষ নেই। তাই আশা করা যায, দেব তার নতুন ছবি দিয়ে মানুষের মনের কৌতুহল কিছুটা হলেও মেটাতে পারবেন।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম