।। প্রথম কলকাতা ।।
Rent Girlfriend in China: চীনে (China) ভাড়া (Rent) পাওয়া যাচ্ছে গার্লফ্রেন্ড (Girlfriend)। শুনতে একটু অবাক লাগলেও এমনটাই ঘটেছে। শুধু তাই নয়, চীনের বহু সংস্থা গার্লফ্রেন্ড অর্থাৎ প্রেমিকা ভাড়া দিয়ে তাদের ব্যবসায় বিশাল অঙ্কের লাভ গুনছেন। প্রশ্ন উঠছে, প্রেমিকা কেন ভাড়া নিচ্ছে মানুষ? আদৌ কি প্রেমিকা ভাড়া নেওয়ার প্রয়োজন রয়েছে? সাউথ চায়না মর্নিং পোস্টের (South China Morning Post) প্রতিবেদন অনুযায়ী, চীনে বান্ধবী বা প্রেমিকা ভাড়া দেওয়া হচ্ছে। বহু যুবক রয়েছেন, যারা বাবা-মায়ের সঙ্গে দেখা করানোর জন্য বান্ধবী ভাড়া করছেন। ভাড়া বান্ধবীদের তালিকায় রয়েছে কলেজ বা বিশ্ববিদ্যালয় পঠন-পাঠনত তরুণীরা। যারা ভাড়ার বিনিময়ে পাত্রের বাবা-মায়ের সঙ্গে দেখা করেন। এই সংবাদ প্রকাশ্যে আসতেই গোটা বিশ্বজুড়ে এখন তোলপাড়। উদ্ভট কাজ কর্মের জন্য এমনি থেকেই চীন একটু বিশেষ ভাবে পরিচিত। তার উপর বান্ধবী ভাড়া দেওয়ার খবরে শুরু হয়েছে জোর জল্পনা।
আসলে বয়স ২৫ থেকে ২৬ হয়ে গেলেই বাড়ি থেকে বিয়ের চাপ আসতে শুরু করে। এই বয়সটা এমন, অনেকেই বিয়ে করে জীবনে পা দেন নতুন সংসারে, আবার কেউ কেরিয়ার নিয়ে বড্ড ব্যস্ত হয়ে পড়েন। অপরদিকে পরিবার থেকে থাকে বিয়ের চাপ। যাদের প্রেমিকা আছে তাদের আলাদা ব্যাপার, কিন্তু যাদের প্রেমিকা নেই তারা বেশ চাপে পড়েন। তাই বিয়ের চাপ থেকে বাঁচতে চীনের যুবকরা দুর্দান্ত ফন্দি এঁটেছেন। তারা গার্লফ্রেন্ড বা বান্ধবী ভাড়া করে বাবা-মায়ের সামনে হাজির করাচ্ছেন। অপরদিকে বান্ধবী ভাড়া দেওয়ার ব্যবসায় লাভ গুনছে বহু সংস্থা।
চীনে বহু যুবক রয়েছেন যারা হয়ত সমকামী কিন্তু ভয়ে বাড়িতে কিছু বলতে পারছেন না। তাই বিয়ের চাপ থেকে বাঁচতে একটু অন্যরকম ভাবে নিজেদের সমস্যার সমাধান করার চেষ্টা করছেন। আবার কেউ কেরিয়ারের চিন্তায় এই মুহূর্ত বিয়ের চিন্তা করছেন না, তাই তারা গার্লফ্রেন্ড ভাড়া নিচ্ছেন। বাবা মায়ের সামনে এভাবে গার্লফ্রেন্ড বা বান্ধবীকে দেখিয়ে অন্তত কয়েকদিন তারা নিশ্চিন্তে থাকতে পারবেন। বিয়ের চাপ থেকে মুক্তি পেতে বহু পুরুষ মোটা টাকার বিনিময়ে ভাড়া নিচ্ছেন বান্ধবী।
বান্ধবী ভাড়া নেওয়ার ক্ষেত্রে এটি কত টাকা নেওয়া হয় জানলে একটু অবাক হবেন। একদিন সময় কাটানোর জন্য ভাড়া দিতে হয় প্রায় এক হাজার ইউয়ান, ভারতীয় মুদ্রায় প্রায় ১২ হাজার টাকা। আবার কেউ কেউ অতিরিক্ত ৬ হাজার টাকা দাবি করেন। চীনা যুবকরা যদি ভাড়া নেওয়া বান্ধবীর সঙ্গে ঘুরতে যান কিংবা পরিবারের লোকজনের সঙ্গে আলাদা করে দেখা করিয়ে ছবি তোলেন তাহলে তার জন্য চার্চ আলাদা। ঘুরে বেড়ানোর জন্য দিতে হবে প্রায় ৪২০০ টাকা। পরিবারের লোকজনের সঙ্গে দেখা করে ছবি তোলার জন্য দিতে হবে অতিরিক্ত ২২৪ টাকা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম