।। প্রথম কলকাতা ।।
Beluga Airbus: দেখতে খানিকটা ঠিক তিমি মাছের মত। প্রায় ছয় তলা বিল্ডিং এর উচ্চতা বিশিষ্ট এই এয়ার ষবাসটি কলকাতায় দেখতে পেয়ে রীতিমতো হইচই পড়ে যায় দমদম বিমানবন্দর চত্বরে। সেই সময় বিমানবন্দরে থাকা যাত্রীরাও তাজ্জব বনে যান। জানা যায় সেটির নাম বেলুগা এয়ারবাস। কিন্তু কী কারনে বেলুগা এসে দাঁড়ালো দমদম বিমানবন্দরে ? কোথা থেকেই বা এল এই দৈতাকার বিমান? উত্তর দিল খোদ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া।
রবিবার মহানগরের আকাশে দেখা মিলেছিল বেলুগা এয়ারবাসের। এটি বিশ্বের অন্যতম সর্ববৃহৎ এয়ারবাস হিসেবেই পরিচিত। তার যাত্রা পথে জ্বালানি শেষ হয়ে যাওয়ার কারণে বিমানটিকে দমদম বন্দরে নামানো হয়েছিল। সেখানেই ওই বিমানের ক্রু মেম্বাররা খানিকক্ষণ বিশ্রাম নেন। আর রিফলিংয়ের পর পুনরায় বেলুগা এয়ারবাস উড়ে যায় নিজের গন্তব্যের দিকে।
এরপর এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া তরফ থেকে একটি ট্যুইট করা হয়। যেখানে লেখা হয়, ‘ অনুমান করুন কে ফিরে এসেছে! এটা বিশ্বের অন্যতম বিশালাকৃতির এয়ারবাস বেলুগা। জ্বালানি ভরতে এবং এয়ারবাস কর্মীদের বিশ্রামের জন্য এটি দমদম বিমানবন্দরে অবতরণ করেছে’। এছাড়াও ওই ট্যুইটের সঙ্গে এয়ারবাসটির বেশ কিছু ছবি জুড়ে দেন তাঁরা। যা জনসাধারণের কৌতুহল নিরসন করতে কাজে লাগে।
উল্লেখ্য, প্রথম বারের জন্য কলকাতায় আসেনি এই এয়ারবাস গুলি। এর আগেও ১৯৯৯ সালে কলকাতায় এমনই একটি জায়েন্ট এয়ারবাস এসেছিল। টোকিও থেকে একটি বিরাট সাইজের ছবি শহরে আনার জন্য ওই এয়ারবাসটিকে ব্যবহার করা হয়েছিল সেই সময়ে মাঝে পেরিয়ে গিয়েছে প্রায় ২৩ বছর। আবারও শহর কলকাতায় দেখতে পাওয়া গেল বেলুগা নামে এই এয়ারবাসটিকে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম