।।প্রথম কলকাতা।।
Lala Amarnath: ভারতীয় ক্রিকেট লেজেন্ড লালা অমরনাথের (Lala Amarnath) বায়োপিক পেতে চলেছেন।তাহলে “দুনকি” সিনেমার কাজের শেষ করে এই বায়োপিক নিয়ে মাঠে নামতে পারেন রাজকুমার হিরানি (Rajkumar Hirani)। বায়োপিকের মাস্টার এই রাজকুমার হিরানি একের পর এক হিট বায়োপিক দিয়ে দর্শকদের মোহিত করেছেন । ক্রিকেটপ্রেমী দর্শকদের প্রত্যাশা আরও বাড়িয়েছেন । হিরানির শেষ হিট বায়োপিক সঞ্জয় দত্তের উপর বানানো সঞ্জুতে ঠিক এমনি উদাহরণ পেয়েছেন দর্শকরা।
ভারতের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান তিনি। কিন্তু ওই একটি সেঞ্চুরিই যে তাঁর টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ অর্জন হয়ে থাকবে, কে ভেবেছিল। তিনি আর কেউ নন, ভারতীয় ক্রিকেটার লালা অমরনাথ (Lala Amarnath)। ভারতে খেলোয়াড়দের বায়োপিক নির্মাণের মিছিলে যোগ হচ্ছে লালার নামও। তবে ছবিটির নির্মাতা যখন রাজকুমার হিরানি, তখন আর দশটা বায়োপিকের মতো যে ছবিটি হবে না, তা এখনই বলে দেওয়া যায়।
তবে এবারই প্রথম পর্দায় লালা অমরনাথকে (Lala Amarnath) দেখা যাবে না। এর আগে কবীর খানের ৮৩-তেও চরিত্রটি ছিল। ২০২১ সালে মুক্তি পাওয়া ছবিটিতে লালার চরিত্রে অভিনয় করেন আর কেউ নন, লালার ছেলে (Lala Amarnath) মহিন্দর আমরনাথ।
২০১৯ সাল থেকে রাজকুমার হিরানি লালা অমরনাথ (Lala Amarnath)এর বায়োপিক নিয়ে কাজ করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু সেটি ৩ বছর পিছিয়ে যায়। তবে এখন, শাহরুখ খানের সঙ্গে দুনকি সিনেমার কাজের শেষের পরেই অমরনাথ এর বায়োপিক এর শুটিং শুরু করতে চান তিনি। শাহরুখ খানকে তিনি দুনকি এবং লালা অমরনাথের (Lala Amarnath)বায়োপিক, এই দুটি সিনেমারই স্ক্রিপ্ট দিয়েছিলেন। কিন্তু শাহরুখ দুনকি করার সিদ্ধান্ত নেন। স্বাভাবিক ভাবেই অমরনাথের (Lala Amarnath)বায়োপিক পিছিয়ে যায়।
শীঘ্রই লালার বায়োপিকের কাজ শুরু করবেন রাজকুমার হিরানি। আগামী কয়েক মাসের মধ্যেই তাঁর টিমকে ছবিটির চিত্রনাট্য চূড়ান্ত করতে বলেছেন। তাঁর টিমের একজন ছবিটি সম্পর্কে জানিয়েছে, “এটি প্রথাগত স্পোর্টস বায়োপিক হবে না। হিরানি তাঁর নিজের চেনা ভঙ্গিতেই গল্প বলবেন, দর্শকদের বিনোদনের সব মসলাই থাকবে।”
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম