।। প্রথম কলকাতা ।।
Rinku Singh: কেকেআরের অন্যতম ভরসা রিঙ্কু সিং। বেতন পান মাত্র ৫৫ লক্ষ টাকা! দুর্দান্ত পারফরম্যান্সের পর কি তা বাড়বে?বর্তমান যুগের তরুণ ক্রিকেটারদের মধ্যে অন্যতম নাম হল রিঙ্কু সিং। আইপিএল তো বটেই বর্তমানে ভারতীয় দলের অন্যতম ফিনিশার হয়ে উঠেছেন এই তরুণ ক্রিকেটার। ঝড়ের গতিতে রান তোলায় তার জুড়ি মেলা ভার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফর্ম করছেন রিঙ্কু সিং। প্রথম দুই ম্যাচে শেষের দিকে ব্যাট করতে নেমে নজর কেড়েছেন তিনি। প্রথম ম্যাচে শেষ বলে রিঙ্কুর চোখধাঁধানো ছক্কায় জয় পেয়েছে টিম ইন্ডিয়া।
আগামী ১৯ ডিসেম্বর বসছে আইপিএলের মিনি নিলামের আসর। আর তার আগে আইপিএল ২০২৪-র লক্ষ্যে প্রতিটি ফ্রাঞ্চাইজি তাদের রিলিজ ও রিটেইন তালিকা জমা দিয়েছে। নিলামে কোটি কোটি টাকায় দল পায় বহু তরুণ ক্রিকেটার। সেখানে ব্রাত্য রিঙ্কু সিং। গত আইপিএলে গুজরাট টাইটান্সের বিপক্ষে ৫ বলে ৫টি ছক্কা হাঁকিয়ে সমস্ত লাইমলাইট ছিনিয়ে নিয়েছিলেন। কলকাতা নাইট রাইডার্সের বেশকিছু জয়ের ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন রিঙ্কু সিং। এরপরই ভারতের জাতীয় দলে সুযোগ করে নেন ২৬ বছরের এই তরুণ প্রতিভা। বর্তমানে তিনি আইপিএল থেকে প্রতি মরশুমে বেতন পান মাত্র ৫৫ লক্ষ টাকা৷ চলতি টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পর কি বাড়তে পারে রিঙ্কু সিংয়ের বেতন?
২০২১ সালে রিঙ্কুর বেতন ছিল ৮০ লক্ষ টাকা। কিন্তু ২০২২ সালের নিলামে কেকেআর তাকে মাত্র ৫৫ লক্ষ টাকায় দলে নেয়। ফলে গত তিন বছরে তাঁর বেতন বাড়ার বদলে কমে গেছে। ২০১৭ সালে পাঞ্জাব কিংসের হয়ে আইপিএল কেরিয়ার শুরু করেছিলেন রিঙ্কু। এরপর ২০১৮ সালে কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগদান করেন। সেই থেকে কলকাতা নাইট রাইডার্সের একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন রিঙ্কু। যখন প্রথমবার আইপিএলের পা রাখেন তখন পাঞ্জাব কিংস তাঁকে ১০ লাখ টাকায় দলে নিয়েছিল। আসন্ন আইপিএলে ৫৫ লক্ষ টাকাতেই রিঙ্কুকে ধরে রেখেছে কেকেআর।
উল্লেখ্য বিষয় হল, রিঙ্কু সিং আইপিএল ২০২৩ সালে ১৪ ইনিংসে ৪৭৪ রান করেছিলেন। যার মধ্যে রয়েছে ৪টি হাফ সেঞ্চুরি। যা জস বাটলার, ঈশান কিষান, ভেঙ্কটেশ আইয়ারের থেকে অনেক বেশি। আইপিএলে এখনও পর্যন্ত ৩১টি ম্যাচ খেলে ৭২৫ রান করেছেন রিঙ্কু সিং। মজার বিষয় হলো শেষ ওভারে তাঁর স্ট্রাইক রেট ১৪২.১৬। যা এককথায় অসাধারণ। আসন্ন আইপিএলেও কলকাতা নাইট রাইডার্সের তুরুপের তাস হয়ে উঠতে পারে রিঙ্কু সিং। এহেন রিঙ্কু সিংয়ের এত কম বেতন হওয়ায় আক্ষেপ করছেন ভক্তরা। আসন্ন আইপিএলের আগে রিঙ্কুর বেতন বাড়ে কিনা সেটাই দেখার।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম