।। প্রথম কলকাতা।।
Covid In China: বিশ্বজুড়ে নতুন করে করোনার আতঙ্ককে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে চিনের সংক্রমণ। টানা দুটি বছর করোনার ( Corona) কবলে থাকার পর ২০২২ এ মুক্তি পেয়েছিলেন বিশ্ববাসী। কিন্তু ২০২২ শেষ হওয়ার আগেই চিনে মাথা ছাড়া দিয়ে উঠল করোনার নয়া ভ্যারিয়েন্ট বিএফ. ৭ ( BF. 7) । ইতিমধ্যেই চিনে কয়েক হাজার মানুষ এই নয়া ভ্যারিয়েন্টে সংক্রমিত হয়েছেন, এমনটাই তথ্য উঠে এসেছে । একই সঙ্গে জানা গিয়েছে, চিনের বিভিন্ন প্রান্তের হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্রগুলিতে রক্তের অভাব ( lack of blood) দেখা গিয়েছে। প্রয়োজনমতো রক্ত না মেলার কারণে মৃত্যু হচ্ছে বহু রোগীর।
সে দেশের সরকারের তরফ থেকে জনসাধারণকে স্বেচ্ছায় রক্তদান করার আহ্বান জানানো হয়েছে। কিন্তু করোনা পরিস্থিতির বাড়বাড়ন্তের কারণে রক্ত সংগ্রহ করা যাচ্ছে না। তাই পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠেছে । রক্ত না মেলার কারণে বহু হাসপাতালে ঘোষণা করা হয়েছে জরুরী অবস্থা। চিনের বেশ কিছু সংবাদ মাধ্যম দাবি করছে, সম্প্রতি সেখানে উপচে পড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ওষুধের আকাল দেখা দিয়েছে। হাসপাতলে পর্যাপ্ত পরিমাণে বেড মিলছে না , এমনকি সে দেশের সরকার সঠিক তথ্য সামনে আনছে না বলেও ইতিমধ্যে অভিযোগ উঠে এসেছে।
জানা গিয়েছে, চিনের ( China) ন্যাশনাল হেলথ কমিশনের ( NHC) তরফ থেকে দেশের করোনা পরিস্থিতি নিয়ে কোন তথ্য দেওয়া হবে না। এই প্রসঙ্গে একটি বিবৃতি দিয়ে এনএইচসির তরফ থেকে জানানো হয় , কোভিড সংক্রান্ত যাবতীয় তথ্য এবার প্রকাশ করবে সেন্টার ডিজিজ ফর কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন। যদিও কীভাবে এবং কোন সময়ে এই তথ্য প্রকাশ করা হবে সে বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি NHC এর এর তরফ থেকে। যেহেতু চিনে পুনরায় নয়া ভ্যারিয়েন্টের দাপাদাপি শুরু হয়েছে এই কারণে বিশ্বজুড়ে বিষয়টি দুশ্চিন্তা সৃষ্টি করেছে। হু এর তরফ থেকেও চিনকে সঠিক তথ্য প্রকাশ্যে আনার আবেদন জানানো হয়। সরকারি তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার পর্যন্ত চিনে বিএফ. ৭ এ আক্রান্তের সংখ্যা ছিল মোট ৩ লক্ষ ৭০।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম