।। প্রথম কলকাতা ।।
Garia fire Incident: গড়িয়ার (Garia) ব্রহ্মপুরে দাউ দাউ করে জ্বলছে কাঠের গুদাম। পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌঁছে গিয়েছে দমকলের ১৫ টি ইঞ্জিন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকায়। ইতিমধ্যেই আগুন পাশের দুটি নির্মীয়মান বহুতলে ছড়িয়ে পড়েছে, পুড়ে গিয়েছে একাধিক গাছ।
আগুন লাগার উৎস কোথায়? এখনো পর্যন্ত সেই বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। অনুমান অনুযায়ী, কাঠের গুদামে সাধারণত প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থাকে, সেখানে যদি একবার আগুন লাগে তাহলে তা নিয়ন্ত্রণ করা বেশ কষ্টকর ব্যাপার। আশপাশের স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, ওই গুদামে পাকাপোক্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না। স্থানীয়রা এই অগ্নিকাণ্ডকে ঘিরে বেশ আতঙ্কিত। আগুন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। তাই তারা চাইছেন যাতে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। আগুন দ্রুত ছড়াতে থাকলেও এখনো পর্যন্ত তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। প্রায় ১৫টি দমকল মিলে আগুন নেভানোর চেষ্টা করছে। প্রথমে স্থানীয় বাসিন্দারা বালতি করে জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেছিলেন। কিন্তু আগুনের তীব্রতা বেশি থাকায় তারা ব্যর্থ হয়। স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, সময় মতো ফোন করা হলেও দমকল বাহিনী আসতে দেরি করেছে। ঘটনাস্থলে পৌঁছেছেন স্থানীয় কাউন্সিলর। এছাড়াও পুলিশ রয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ ব্রহ্মপুরের ওই কাঠের গুদামে আঙুন লাগে। গুদামটিতে প্রচুর কাঠ মজুদ থাকায় আগুন দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়েছে। এলাকাটি বেশ ঘনবসতিপূর্ণ, যার কারণে চিন্তায় রয়েছেন এলাকাবাসী। মাঝেমধ্যেই গুদাম থেকে আসছে বিস্ফোরণের শব্দ। পুরো এলাকা ঢেকে গিয়েছে কালো ধোঁয়ায়। আগুন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে আশপাশে থাকা বহুতলে। গুদামটি সরু রাস্তার মধ্যে থাকায় আগুন নেভাতে ছোট ফায়ার টেন্ডারও এসেছে। আতঙ্কে বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে এসেছেন এলাকাবাসী।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম