।। প্রথম কলকাতা।।
Ganga Aarti: উত্তর ভারতে ঘুরতে গিয়েছেন কেউ আর সেখানে গিয়ে বারাণসীর বিখ্যাত গঙ্গারতি (Ganga Aarti) দেখার সুযোগ হাতছাড়া করবেন এমনটা হতে পারে না । সারা দেশজুড়ে বারাণসীর গঙ্গারতীর সুনাম রয়েছে। তবে এবার কলকাতার বুকেও বারাণসীর আরতির মতো দৃশ্য দেখা যাবে একেবারে লোকালয়ে । দক্ষিণ দমদম পুরসভার একটি জলাশয়ের ঘাটে বুধবার সন্ধ্যায় এই আরতির সূচনা হয়।
আনন্দবাজার পত্রিকা ডিজিটালে প্রকাশিত প্রতিবেদন থেকে পাওয়া তথ্য অনুসারে, দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায় গতকাল ওই সন্ধ্যা আরতির সূচনা করেন। কিন্তু গঙ্গা আরতি সাধারণত গঙ্গা তীরবর্তী অঞ্চলে করা হয়। তবে উদ্যোক্তারা জানিয়েছেন, দমদম থেকে গঙ্গা খানিকটা দূরে। কিন্তু তার জন্য সাধারণ মানুষকে গঙ্গা আরতি দেখার সুযোগ থেকে বঞ্চিত করা উচিত নয়। সেই কারণেই দক্ষিণ দমদম পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের তিন নম্বর হরকালি কলোনির দেবী ঘাটে বুধবার এই সন্ধ্যারতির সূচনা হয়।
উল্লেখ্য, সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছা প্রকাশ করেছিলেন উত্তর ভারতের মতো কলকাতার গঙ্গা তীরবর্তী ঘাট গুলিতে সন্ধ্যা আরতি করা হবে। মুখ্যমন্ত্রীর সেই ইচ্ছা বা এক প্রকারের নির্দেশকে মান্যতা দিয়ে দক্ষিণ দমদমে জলাশয়ের ঘাটেই গঙ্গা নদীর আমেজ পাওয়া যাবে এবার। গতকাল জলাশয়েই গঙ্গারতির সূচনায় অংশ নিয়েছিলেন এলাকার বহু মানুষ । উদ্যোক্তাদের দাবি , এর মাধ্যমে জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়বে যেভাবে গঙ্গাকে পবিত্র নদী হিসেবে আমরা দেখে থাকি সেই রকম ভাবে জলাশয় গুলিরও যত্ন নেওয়া হবে। এই যে জলাশয় গুলি ভরাট করে বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে সেগুলি অন্তত বন্ধ হবে। এই উদ্যোগে বেশ খুশি স্থানীয় বাসিন্দারা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম